পুরভোটে বিপুল জয় বিজেপি র! ত্রিপুরায় পোরসভার ভোটের ফলাফল দেখে নিন এক ঝলকে।
ত্রিপুরা পুরসভার ভোটে বড় জয় হাসিল করেছে ভারতীয় জনতা পার্টি।প্রসঙ্গত বিগত বেশ কিছুদিন ধরেই জোরকদমে প্রচার কাজ চালালেও খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি তৃণমূল কংগ্রেস।
তবে প্রথমবার লড়াই করেই রাজ্যের অধিকাংশ পুরসভার বিরোধী দল হিসেবে উঠে এসেছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত আগরতলার 25 টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। এত অল্প সময়ের মধ্যে তৃণমূলের এই ফলাফল নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বিষয়।
আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ত্রিপুরার পুরসভা ভোটের ফলাফল।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
বিধানসভায় ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে এবার প্রার্থী তালিকা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি! ]
ত্রিপুরার পুরসভা ভোটের ফলাফল:
ত্রিপুরার 334 টি ওয়ার্ডের মধ্যে 329 টিই আসন বিজেপির দখলে চলে এসেছে। বাদবাকি তিনটিতে জায়গা দখল করেছে বামেরা। একটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত তেরোটি পৌরসভা এবং ছটি নগর পঞ্চায়েত এবারেও ভারতীয় জনতা পার্টির দখলে রয়েছে।
ত্রিপুরায় দলের এই জয়ে বেশ খুশি হয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। ইতিমধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে শুভকামনা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
পুরভোটের অঘোষিত প্রার্থী তালিকা প্রকাশ করলো ঘাসফুল শিবির! ]
পুরসভা ভোটে জয়লাভ এর পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন,"এটা ত্রিপুরার মানুষের জয়। সংখ্যালঘু-সংখ্যাগুরু ভাগাভাগি মানেনি তারা। বহু মানুষ রাজ্যকে বদনাম করতে চেয়েছে, তাদেরকে যোগ্য জবাব দিলো ত্রিপুরার মানুষ"।
উল্লেখ্য আগরতলার 51 টি ওয়ার্ডের মধ্যে 25 টি ওয়ার্ডেই দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমবাসায় একটি ওয়ার্ডে জয়লাভ করেছে তারা। ঘাসফুল শিবিরের এই ফলাফল দেখে বেশ উচ্ছ্বসিত রাজনৈতিক মহল।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
বলতে গেলে সিপিএম-এর থেকে অনেক জায়গাতেই বেশি ভোট পেয়েছে শাসক দল। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন,"দুমাসের সংগঠনে ত্রিপুরায় নিঃশব্দ বিপ্লব। হামলা মামলা, 144 ধারা,ছাপ্পা ভোটের পরেও দুমাসেই আমরা ২০% ভোট পেলাম "।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
0 Comments