Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

তিল তত্ত (Mole) শরীরের এইসব স্থানে তিল থাকলে বদলে যায় ভাগ্য

 

mole history in our body, mole totto in bengali, molr near lips, sorire kothay til thakle ki hoy, khabor24ghonta, thote til thakle ki hoy. bodyte til,

শরীরে কোথায় কি থাকলে কি হয় জেনে নিন তিল তত্ত



শরীরের বিভিন্ন অংশে তিল থাকলে বলে দিতে পারে আপনার ভবিষ্যৎ কী। তিল তত্ত্ব অনুসারে, শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তিলের অবস্থান ভাগ্য বা ভবিষ্যত সম্পর্কে ভাল বা খারাপ জিনিসগুলি নির্দেশ করে। শুধু এর অর্থ বুঝুন।

চলুন তাহলে দেখে নেওয়া যাক, কোথায় তিল থাকলে সম্পত্তি লাভ বা অর্থলাভের পথ সুগম হয়



ঠোঁটের ওপরে তিল : ঠোঁটের ঠিক ওপরেই তিল থাকলে বুঝতে হবে খুব অল্প বয়স থেকেই সেই ব্যক্তি প্রভূত সম্পত্তির অধিকারী হয়ে উঠবেন। এরা একটু জেদি স্বভাবের হন।


নাকের ডান দিকে তিল : নাকের ডান দিকে যদি তিল থাকে,তাহলে সেই মানুষটির ধনী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। ৩০ বছর বয়স থেকেই তারা সাফল্যের সিঁড়ি চড়তে থাকেন।


কোমরে তিল : সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, কোমরে তিল থাকলেও ধনী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যাদের কোমরে তিল থাকে, তাদের সম্পত্তি সমৃদ্ধি অনেক বেশি থাকে।


গাঢ় রঙের তিল : শরীরে যদি গাঢ় রঙের ও ছোট্ট আকারের তিল কোথাও থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি বা নারী বিয়ের পর ধনী হতে চলেছেন। এমনই দাবি সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের।


ডান হাতে তিল : তিল যদি ডান হাতের তালুতে থাকে, তাহলে সেই ব্যক্তি বেশ ধনী হয়। খুব কম বয়স থেকে এরা সম্পত্তি পেতে থাকেন। ফলে সহজেই ধনী হওয়ার সম্ভাবনা থাকে এদের। বিশেষজ্ঞদের মতে, নাভির আশেপাশে বা চিবুকে তিল থাকলেও ধনী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। পাশাপাশি বুকে তিল থাকলে সেই ব্যক্তি সহজে ধনী হন, পাশাপাশি এরা খুবই শান্তিপূর্ণ জীবন যাপন করেন। এ ছাড়া কানের আশপাশে তিল থাকলেও তার ধনী হওয়ার সম্ভাবনা থাকে।

Post a Comment

0 Comments