Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Gangaram Kumarsanu Avisekh : সুপার সিঙ্গারে অভিষেক 'গঙ্গারাম'! ‘গানের জগতে আরও নাম করতে হবে’, মুগ্ধ শানু।

Gangaram Kumarshanu Avisekh : সুপার সিঙ্গারে অভিষেক 'গঙ্গারাম'! ‘গানের জগতে আরও নাম করতে হবে’, মুগ্ধ শানু।
khabor24ghonta
 

অসাধারন গান গেয়ে কুমার শানুর মন জয় করে গঙ্গারাম।


অভিনেতা অভিষেক বসু কুমার শানুরের মন জয় করেছিলেন।

কুমার শানুর মন জয় করে নিলেন অভিনেতা অভিষেক বসু।

স্টার জলসার মিউজিক রিয়েলিটি শো ইতিমধ্যেই জনপ্রিয়ও হয়ে উঠেছে দর্শকদের। প্রতিযোগীদের সুরালে আওয়াজ জায়গা করে নিতে শুরু করেছে সকলের মনে। আর তারই মাঝে মঞ্চ মাতালেন ‘গঙ্গারাম’ সিরিয়ালের গঙ্গারাম ওরফে অভিষেক বসু। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

এই ইউটিউবাররা বলিউড সুপারস্টারদের থেকেও বেশি আয় করেন, সম্পদের পরিমাণ শুনলে আপনিও অবাক হবেন ]

সুপার সিঙ্গার 3-র প্রতিযোগী শুভজিতের সঙ্গে ‘মিলন হবে কত দিনে’  গানটি গাইতে শোনা গেল তাঁকে। আর তা শুনে হতবাক হয়ে যান সঞ্চালক যীশু সেনগুপ্ত এবং আরও সকলে। যীশু সেনগুপ্ত বলেন  ‘ও স্টার জলসায় গঙ্গারাম-র চরিত্রে অভিনয় করে, কিন্তু ও যে এত ভালো গান গায় সেটা আমার জানা ছিল না’! অভিষেক জানান, তাঁর সৌভাগ্যা যে তিনি কৌশীকি, সোনু, কুমার শানুদের মত এত বড় বড়  সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। 

 কুমার শানু যীশু সেনগুপ্তকে জানান, ‘তুই বলছিস ও অভিনয় করে। কিন্তু আমার মনে হচ্ছে ও যদি গানের জগতে আসত তাহলেও খুব নাম করতে পারত’।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

'বাইসেক্সুয়াল বলে সম্মানহানি করেছে, নুসরতকে খোঁচা নিখিলের, আজ জন্মদিনের উপহার পেলাম', নুসরতকে খোঁচা নিখিলের ]

চ্যানেলের তরফ থেকে প্রোমো শেয়ার হতেই তাতে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন গঙ্গারাম-ভক্তরা। সিরিয়ালে  লাইফে গঙ্গারাম-র চরিত্রে গান গায় গঙ্গারাম। কিন্তু রিয়েল লাইফেও যে তিনি এত ভালো একজন গায়ক তা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না!

গঙ্গারাম’র আগে ‘নেতাজি’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল অভিষেক বসুকে। যা জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। অভিনয়ের পাশাপাশি ছোট থেকেই তাঁর ঝোঁক গানে। ক্লাস সিক্স থেকে চন্ডীগড় ঘরানার ক্লাসিক‍্যাল গানে তালিম নিয়েছেন অভিষেক।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যাকে চেনেন? বলিউড অভিনেত্রীরাও তাদের সৌন্দর্য হারাবেন ]



Post a Comment

0 Comments