Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

স্বামীকে বাঁচাতে মরিয়া শ্রীময়ি হাতে তুলে নিলেন বন্দুক! দিদি মহাকাশে যাবে, কেউ ব‍্যাবস্থা করে দিন। ট্রোল শুরু নেটপাড়ায়।

স্বামীকে বাঁচাতে মরিয়া শ্রীময়ি হাতে তুলে নিলেন বন্দুক! দিদি মহাকাশে যাবে, কেউ ব‍্যাবস্থা করে দিন। ট্রোল শুরু নেটপাড়ায়।


 ফের ট্রোলের স্বীকার শ্রীময়ি ধারাবাহিকের অভিনেত্রী ইন্দ্রানী হালদার!


রোহিত সেন আপাতত ধারাবাহিক থেকে গায়েব। শ্রীময়ীর দ্বিতীয় বরকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তাঁকে অপহরণ করা হয়েছে। আর তাই স্বামীকে বাঁচনোর দায়িত্বও সে তুলে নিয়েছে নিজের কাঁধে। বন্দুক চালানোর বিশেষ ট্রেনিং নিচ্ছে দুষ্কৃতিদের সাথে লড়ার জন্য । আর সোশ্যাল মিডিয়া আপাতত তাই নিয়েই উত্তাল !

চ্যনেলের তরফে শেয়ার করা প্রোমোর পাশাপাশি ইন্দ্রাণী হালদার বন্দুক চালানোর ভিডিও নিজেও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, বেশ ধরাচুড়ো পরেই তিনি ময়দানে নেমেছেন । চোখে চশমা, কানে হেডফোন। শ্রীময়ীর সাথে বন্ধুক চালানো শিখছে তার বহুদিনের পরিচারিকা মিঠুদিও ও। যদিও সে ভিডিয়ো দেখে হেসে অস্থির দর্শক। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

বিচ্ছেদের পথে পা বাড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া! টুইটারে মুছে দিলেন জোনস পদবী। ]

আর এতেই নেটপাড়ায় ট্রোল চালু হয়েছে তাকে নিয়ে নতুন করে।

'এবার দিদি মহাকাশে যাবে, প্লিজ কেউ ব্যবস্থা করে দাও', 'গাঁজাখুড়ি গল্প বাড়িয়েই চলেছে লেখিকা', 'অনেক হয়েছে এই ধারাবাহিক এবার তো বন্ধ করুন'-এর মতো একাধিক কমেন্ট পড়েছে। যদিও চলতি সপ্তাহে টিআরপি তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছে শ্রীময়ী সিরিয়ালটি। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

ফের গুঞ্জন বলিউডে, তৃতীয়বারের জন‍্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান! শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতিপর্ব। ]

'শ্রীময়ী' নিয়ে ট্রোলিং নতুন কিছু নয়! কখনও শ্রীময়ী-অনিন্দ্য-জুন আন্টির তুলনা হয় শোভন-বৈশাখী-রত্নার সাথে, তো কখনও আবার শ্রীময়ীর দ্বিতীয় বিয়ে সমাজকে বিপথে ঠেলে দেবে মনে করে ট্রোল হয়েছে  'গেল গেল' রব উঠেছে! ফুলশয্যার দৃশ্যে ঠিক কতটা কাছাকাছি এসেছিলেন ইন্দ্রাণী হালদার আর টোটা রায়চৌধুরী, তারও চুলচেরা বিশ্লে্যেন হয়েছে নেতদুনিয়ায়। এবার যেমন হচ্ছে বন্দুক চালানোকে ঘিরে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Nusrat Sister : নুসরতের বোন হয়ে গেলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ]

তবে কি, সোশ্যাল মিডিয়ায় যতই ট্রোলিং চলুক, বাস্তবে টিভির সামনে ধারাবাহিক দেখতে বসছেন দর্শকরা?

Post a Comment

0 Comments