Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

BIG BREAKING:-বেকার যুবক-যুবতীর জন‍্য বড়োসড়ো ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী! 42000 কর্মসংস্থনের কথা বললেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

BIG BREAKING:-বেকার যুবক-যুবতীর জন‍্য বড়োসড়ো ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী! 42000 কর্মসংস্থনের কথা বললেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।
khabor24ghonta

BIG BREAKING

দুয়ারে রেশন প্রকল্পে 42000 বেকার যুবক-যুবতীর । কর্মসংস্থনের কথা বললেন মূখ‍্যমন্ত্রী। জেনে নিন।


21 তম বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলি জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই মধ্যে বেশিরভাগ প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে নানা কারণে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'রেশন অ্যাট দ্য ডোর' এর আগে চালু করা যায়নি। 

নানা বাধা কাটিয়ে মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এরপর থেকে তিনি নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই রেশন প্রকল্পকে মানুষের দ্বারে দ্বারে সহজ করতে। তিনি আরও বলেন, এই প্রকল্পে প্রায় ৪২,০০০ লোকের কর্মসংস্থান হবে।

[ আরও পড়ুন ঃ

West Bengal Teacher Recruitment : আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে ]

দুয়ারে রেশন নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ - সাধারন মানুষের সুবিধার কথা ভেবেই দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়েছে। জানানো হয়েছে প্রতি পাড়ায় ৫০০ মিটার পর পর গিয়ে দাঁড়াবে রেশনের গাড়ি। সেখান থেকেই নিয়ে নেওয়া যাবে রেশন। যার জেরে একটি হোয়‍্যাটস‌আ্যপ নাম্বার ও চালু করা হয়েছে। যার মাধ্যমে কবে কোথায় কখন রেশন দেওয়া হবে তা জানতে পারবে মানুষ। 

পাশাপাশি জানাতে পারবে এই প্রকল্প সমন্ধিত বিভিন্ন অভিযোগ ও। জানানো হয়েছে প্রতি মাসেই বাড়িতে বসে রেশন নেওয়ার সুবিধা উপভোগ করবে রাজ্যের ১০ কোটি মানুষ। এছাড়াও রেশন ডিলারদের এ ব্যাপারে উৎসাহ দিতে কমিয়ে দেওয়া হয়েছে ডিলারশিপ মূল্য। এর পাশাপাশি নিজের গাড়ি করে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা ভর্তুকির নিদান ও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার উদ্দেশ্য এই প্রকল্পকে জনপ্রিয় এবং আরো সহজ করে তোলা। 


[ আরও পড়ুন ঃ

West Bengal Teacher Recruitment : আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে ]

দুয়ারে রেশন প্রকল্পে ৪২,০০০ কর্মসংস্থান - এবার এই দুয়ারে রেশন প্রকল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে এবার রেশন ডিলারদের কে কর্মী নিয়োগের কথা জানালো রাজ্য সরকার। যেখানে রেশন ডিলারদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রতিটি রেশন ডিলার সর্বোচ্চ দুজন করে কর্মী নিয়োগ করতে পারবে। সেক্ষেত্রে প্রতিটি কর্মীর মাসিক বেতন হবে ১০,০০০ টাকা। 


[ আরও পড়ুন ঃ

West Bengal Teacher Recruitment : আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে ]

তবে রেশন ডিলারদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার জানিয়েছেন এই কর্মচারীদের বেতনের অর্ধেক ই শুধু দিতে হবে ডিলারদের আর বাকি অর্ধেক বেতন দেবে রাজ্য সরকার নিজেই। এই প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "দুয়ারে রেশন প্রকল্পের আওতায় রেশন ডিলারদের কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। যার ফলে খুব কম করেও ৪২,০০০ জন মানুষ কাজ পাবেন গোটা রাজ্য জুড়ে। ফলত কর্মের বাজার ও উন্নত হবে। যাদের প্রত্যেকের বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা করে।"

[ আরও পড়ুন ঃ

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা বিভাগে প্রচুর শূন‍্যপদের জন‍্য প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে! ]

Post a Comment

0 Comments