Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

নীলাঞ্জনকে সটান চুমু খেয়ে! নিজের ভালোবাসা অকপটে স্বীকার করলেন ইমন।

নীলাঞ্জনকে সটান চুমু খেয়ে! নিজের ভালোবাসা অকপটে স্বীকার করলেন ইমন।

khabor24ghonta

 অন ক‍্যামেরা নীলাঞ্জনকে চুমু খেলেন ইমন! রইল ভিডিও।

গানের সুরে প্রাণে এসেছে প্রেম। জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক ইমান চক্রবর্তী এবং সুরকার নীলাঞ্জন ঘোষ এখন টলিপাড়ায় সুখী দম্পতি হিসেবে পরিচিত। ভক্তরাও এই জুটিকে নীলমন বলতে ভালোবাসেন। নীলাঞ্জন এবং ইমান (ইমান চক্রবর্তী) বারবার বলেছেন যে তারা একে অপরকে কতটা ভালবাসে।

প্রেমে পড়তে যে বারণ নেই তা যেন যত দিন যাচ্ছে ততই ভালবাসা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন নীলামন জুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বুমোরাং ভিডিও শেয়ার করে আবারও ইমন জানিয়ে দিলেন সে কতটা ভালবাসে নীলাঞ্জনকে(Nilanjan Ghosh)।



নীলাঞ্জনকে সটান চুমু খেয়ে! নিজের ভালোবাসা অকপটে স্বীকার করলেন ইমন।

khabor24ghonta

টলিপাড়ার চর্চিত কাপল ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ একের পর এক কাপল গোল দিয়েই চলেছেন। একসঙ্গে গান বাঁধা থেকে একে অপরের সঙ্গে সময় কাটানো সবেতেই তাদের জুড়ি মেলা ভার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মজাদার রিল ভিডিও শেয়ার করেছেন ইমন (Iman Chakraborty)। যেখানে শিশুর মতো মিষ্টি গলায় ইমনের স্বীকারোক্তি,'ভালবাসি তোমায়, বুঝলে?'। তবে শুধু ভালবাসার কথা বলেই ক্ষান্ত হননি জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন (Iman Chakraborty) ,ভালবাসার কথা বলতে বলতেই স্বামীকে (Nilanjan Ghosh) জড়িয়ে ধরে সটান চুমুও খেলে ইমন, তাও আবার ক্যামেরার সামনে প্রকাশ্যে। ঝড়ের গতিতে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 ভিডিও :



যেন ইমান চক্রবর্তী (ইমান চক্রবর্তী) সময় পেলেই ভালোবাসা দেয়। 2019 সালে নীলাঞ্জন ঘোষের সাথে ইমনের সম্পর্ক শুরু হয়। একটি অনুষ্ঠানে যাওয়ার পর প্রথম দেখা, সেখান থেকেই বন্ধুত্ব ও ভালোবাসা। 2 বছর সম্পর্কে থাকার পর এই দম্পতি বিয়ের সিদ্ধান্ত নেন। জাতীয় পুরস্কার বিজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ এ বছর নতুন জীবন শুরু করেছেন। সুরকার নীলাঞ্জন ঘোষের সাথে বাগদানের পর গায়িকা পাহাড় পার হয়েছিলেন। নীলাঞ্জন ঘোষের কোলে শান্তির ঘুম উপভোগ করার একটি ছবিও শেয়ার করেছেন ইমন।

গায়িকা (ইমান চক্রবর্তী) পাহাড়ের কোলে সারি সারি মেঘের মাঝখানে একটি বেঞ্চে শুয়ে থাকা তার অন্তরঙ্গ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন। ছবিটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। রোমান্টিক ভিডিওর পাশাপাশি ইমন তার পরবর্তী কাজের একটি ঝলকও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সুরকার আরশাদ আলীর সঙ্গে একটি গানে কাজ করছেন বলে আগেই জানিয়েছিলেন তিনি। সেই গানের টিজার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আবক। এ আর রহমানের 'আহিস্তা আহিস্তা' গানটি রিক্রিয়েট করছেন ইমন চক্রবর্তী, নীলাঞ্জন ঘোষ ও সুরকার আরশাদ আলী। গানটির শুটিং হয়েছে দার্জিলিংয়ে। গানটিও প্রকাশ করেছেন ইমান চক্রবর্তী।




Instagram Follow - iman_chakraborty 

Post a Comment

0 Comments