কীভাবে আবেদন করবেন? জেনে নিন।
রাজ্য সরকারি মেডিকেল কলেজে গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুলিয়ার মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। সরাসরি সাক্ষাৎকার, আগের একাডেমিক নম্বর এবং কম্পিউটার পরীক্ষার ভিত্তিতে পদগুলো পূরণ করা হবে। কোন কোন পদ পূরণ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম- কো অর্ডিনেটর।
শূন্যপদের সংখ্যা- ১ টি।
[ আর পড়ুন ঃ khabor24ghonta
Bandhan bank Recruitment : বন্ধন ব্যাংকে 10 হাজারেরও বেশি নতুন কর্মী নিয়োগ ]
বয়সসীমা- প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ -এর মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা- হেলথ কেয়ার ম্যানেজমেন্ট/ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট পাশ। সঙ্গে প্রার্থীকে এমএস অফিসে দক্ষ হতে হবে। কমপক্ষে ২ বছর কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম- প্রতিমাসে 45,০০০ টাকা।
আবেদন পদ্ধতি- উভয় পদের ক্ষেত্রেই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। তাই আলাদা করে আবেদন করতে হবে না।
ইন্টারভিউয়ের তারিখ- ৬ ডিসেম্বর, ২০২১, ইন্টারভিউ শুরু হবে সকাল ১১ টা থেকে।
[ আর পড়ুন ঃ khabor24ghonta
রাজ্যের বিভিন্ন স্কুলে সরাসরি শিক্ষক নিয়োগ করা হচ্ছে WB শিক্ষক নিয়োগ ]
ইন্টারভিউয়ের স্থান- কলেজ কাউন্সিল রুম, ফার্স্ট ফ্লোর, অ্যাকাডেমিক ভবন, DMGMCH, হাতুয়াড়া।

0 Comments