 |
| khabor24ghonta |
কোনওরকম পরীক্ষা ছাড়াই রেলওয়েতে চাকরির সুযোগ
ধীরে ধীরে ফের আবার দেশে তৈরি হচ্ছে চাকরির বাজার। খুলে যাচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের দিশা। শুধু বেসরকারি ক্ষেত্রেই নয়, সরকারি ক্ষেত্রেও বিভিন্ন সংস্থাতেও নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে । করোনা পরিস্থিতিতে গত দুবছর ধরে আটকে ছিল সমস্ত নিয়োগ পদ্ধতি। তারফলে চাকরির বাজারে কার্যত ধস নামে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার তৈরি হচ্ছে কাজের বাজার। আর সেদিকে তাকিয়ে বড়সড় কাজের সুযোগ আসছে। পূর্ব-মধ্য রেলওয়েতে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদের জন্যে নতুন করে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে রেলের তরফে (Railway GDMO Recruitment 2021) বিজ্ঞপ্তিও জানিয়ে দেওয়া হয়েছে।
[ আরও পড়ুন ঃ
BSF Recruitment 2021: মাধ্যমিক পাশ করলেই দেশের জন্য কাজ করার সুযোগ! বিএসএফ অনেক শূন্য পদে নিয়োগ শুরু করেছে ]
আবেদনের জন্যে পোর্টালটি খুলে দেওয়া হবে।
অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আগামী ২২ নভেম্বর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সকাল সাড়ে ১০ টা থেকে ওই পদের জন্য আবেদনের জন্যে পোর্টালটি খুলে দেওয়া হবে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আবেদনকারীরা
সরাসরি //ecr.indianrailways.gov.in/cris//uploads/files -
এই লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশনটি দেখে নিতে পারবেন। তবে এই পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না রেলের তরফে জানান হয়েছে
কতগুলি পদের জন্যে হবে নিয়োগ
বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদের জন্যে এই নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা মাত্র পাঁচটি।
[ আরও পড়ুন ঃ
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্যে আবেদনের জন্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে দেশের যে কোনও সিক্রিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি করে থাকতে হবে । শুধু তাই নয়, আবেদনকারী্র থাকতে হবে এমডি কিংবা এমএস ডিগ্রি । এছাড়াও আরও বেশ কিছু শর্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রেলের তরফে । ফলে অবশ্যই আবেদনের আগে রেলের দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
বয়সসীমা ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই পদের জন্যে আবেদন করতে পারেন। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর বয়স কখনও ৬৭ বছরের বেশি হওয়া চলবে না। আবেদনকারীকে এজন্যে কোনও পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
জরুরি তথ্য Railway GDMO Recruitment 2021। চাকরির বাজারে নিঃসন্দেহে বড় খবর। তবে আবেদনের আগে জরুরি কয়েকটি তথ্য ইন্টারভিউয়ের তারিখ- ২২ নভেম্বর ২০২১ সময় - সকাল ১০টা থেকে স্থান - কেন্দ্রীয় সুপার স্পেশালিটি হাসপাতাল। পূর্ব-মধ্য রেলওয়ে। পাটনা। বিহার।
[ আরও পড়ুন ঃ
0 Comments