| khabor24ghonta |
'মানিকে মাগে হিতে'-র ফিউশনে শ্রীলেখার সে কী নাচ! দেখুন Video
নয়া ট্রেন্ড থেকে বাদ গেলেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
ট্রেন্ডিং গান 'মানিকে মাগে হিতে'-তে গা ভাসিয়ে নিজেই সোশ্যাল পেজে শেয়ার করলেন অভিনেত্রী।
সিংহলি ভাষায় শ্রীলঙ্কার এই গানে বুঁদ টলি থেকে টেলিপাড়াও।
ট্রেন্ডিং গানে গা ভাসিয়ে নিজেই ভিডিও শেয়ার করলেন শ্রীলেখা মিত্র।
ফ্যানরা অভিনেত্রীকে ভরিয়ে দিচ্ছেন ভার্চুয়াল ভালোবাসায়।
[ আরও পড়ুন ঃ
Manike Mage Hithe' (মানিকে মাগে হিতে) জ্বর কাবু নেটপাড়া। সিংহলি ভাষায়, এই শ্রীলঙ্কান গানটি বুন্দ টলি থেকে টেলিপাড়া পর্যন্ত গাওয়া হয়। নতুন ধারা থেকে বাদ যাননি অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। অভিনেত্রী এই গানে নিজেকে ট্রেন্ডিং করার একটি ভিডিও শেয়ার করেছেন (ট্রেন্ডিং সং)।
সুপার ভাইরাল গানের বিভিন্ন ফিউশন তৈরি হচ্ছে 'মানিকে মনে হয়'। যার বেশির ভাগই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। এই মুহূর্তে হিট জনপ্রিয় আঞ্চলিক গান 'মানিকে লাগে' এবং 'তোমার ঘরে বসত করে কয়জানা' নিয়ে এমনই ফিউশন তৈরি হয়েছে। আর সেই গানের সঙ্গে নাচের ভিডিও তৈরি করে সোশ্যাল পেজে শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। নাচের ভিডিও পোস্ট করার আগে, শ্রীলেখা ইন্সটাতে আরেকটি ভিডিও শেয়ার করেছিলেন এবং ভক্তদের জিজ্ঞাসা করেছিলেন, "আমি কি 'মানিকে মাগে হিতে' গানে নাচব?" পোস্টের ক্যাপশনে তিনি আরও লিখেছেন, "দেখা যাক নাড়াচাড়া করা যায় কি না। বৃদ্ধ বয়সে শখ আর কী... এটা কারো জন্য চ্যালেঞ্জ নয়..."
[ আরও পড়ুন ঃ
ভাইরাল হওয়া গানে প্রিয় অভিনেত্রীর নাচ শুনে শ্রীলেখা-প্রেমীরা তা দেখার আগ্রহ প্রকাশ করেন। আর একটু পরেই ফ্ল্যাটের বারান্দায় মেঝেতে লাল স্ট্রিং কুর্তি পরা শ্রীলেখা। অভিনেত্রী বরাবরই নাচ পছন্দ করেন। তিনি নিজেও বহুবার বলেছেন। নিজেকে 'বৃদ্ধাশ্রম' বললেও তিনি এখনও আঠারো বছরের অনেকের সঙ্গে পাল্লা দিতে পারেন বলে মনে হয়। পোস্ট করার পরপরই, ফলোয়াররা 'ফায়ার' বা 'লাভ' ইমোজিতে ভরে যাচ্ছে।
[ আরও পড়ুন ঃ
কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন এই অভিনেত্রী। তিনি এখনও মানসিকভাবে বিপর্যস্ত। সম্প্রতি ফেসবুক লাইফে এসে কাঁদতে থাকেন তিনি। জানা গিয়েছে, শ্রীলেখা মিত্রের বাড়ির কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন যে তাঁর এক সারমেয় বাড়ির একটি মেয়েকে কামড় দিয়েছে। এরপর অভিনেত্রীর ওপর হামলা চালালে শ্রীলেখা বাড়ির বাসিন্দাদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই ভিডিও লাইভও দেখান তিনি।
ভেনিসে যাওয়ার আগে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিতেন শ্রীলেখা। কাজের ব্যস্ততা এবং তারপর সংসারে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এই সব থেকে বিরতি নেন তিনি। তবে নিজেকে অনেকটা সামলে নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। আবারও পুরনো ছন্দে দেখা যাবে সবার প্রিয় নায়িকাকে।

0 Comments