Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতাকে খুন করলো স্বপন নামের এক যুবক! নেপথ‍্যে কী কারণ তদন্ত করছে পুলিশ।

দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতাকে খুন করলো স্বপন নামের এক যুবক! নেপথ‍্যে কী কারণ তদন্ত করছে পুলিশ।
khabor24ghonta

 

ফালাকাটায় খুন হলো দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা! জেনে নিন পুরো ঘটনা।


কয়েকদিন হল খুলেছে স্কুল। দারিদদ্রতার মধ্যেও মেধাবী ছাত্রী টি  স্কুলে যাওয়ার জন্য তৈরি হছহিল। তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে দরজায় তালা দিয়ে দু পা এগিয়ে জীবনে তার নেমে এলো নিকষ কালো অন্ধকার। আকাশ ফুঁড়ে যেন নেমে এলো সাক্ষাৎ মৃত্যু। দায়ের এক কোপে ধড় থেকে ছিটকে গেল মাথা। বাড়ির সামনেই রক্তে ভেসে গিয়ে দু টুকরো দেহ পড়ে থাকল ওই কিশোরীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটার (FALAKATA) খলিসামারি তে । এই ঘটনায় পাশের বাড়ির যুবক 22 বছরের স্বপন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশকে স্বপন জানিয়েছে প্রেমে প্রত্যাখ্যাত হয়েই ১৪ বছরের কিশোরী অঙ্কিতা শীল কে খুন করেছে সে । 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

বউকে ফিরিয়ে নিয়ে যেতে শ্বশুরবাড়িতে ধর্ণায় বসলেন স্বামী! ]

কি  ঘটেছে?

14 বছর বয়সী অঙ্কিতা শীল প্রথম থেকেই একজন মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। অঙ্কিতা পারাঙ্গারপাড় শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। গতকাল সে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল। ঘরের দরজায় তালা দিয়ে স্কুলের পথে পা বাড়াল। তখনও তার মায়ের দেওয়া টিফিন খাওয়ার জন্য ৫০ টাকা ছিল। তখনই দেখা মিলল মৃত্যুর দূতের মতো। তার হাতে ধারালো দা ছিল। কিছু বুঝে ওঠার আগেই অভ্যুত্থান ঘটিয়ে চিত্রকর্মের ধড় থেকে মাথা আলাদা করে ফেলে স্বপন। বাড়ির উঠোনে লুটিয়ে পড়ে শিল্পীর রক্তমাখা নিথর দেহ।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

পড়ুয়াদের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে মাসে মাসে টাকা দেবে রাজ‍্য সরকার! এখনই আবেদন করতে হবে পড়ুয়াদের। ]

রক্তমাখা বাড়ির উঠোনে বসে কাঁদছেন শিল্পীর বাবা-মা। এই মর্মান্তিক খবর পেয়ে তার স্কুলের শিক্ষকরা ছুটে যান সেখানে। তারাও ঘটনার নৃশংসতায় হতবাক।

প্রতিবেশীরা কি বলছেন ?

প্রতিবেশীরা একদিকে অঙ্কিতার এই মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন, আর একদিকে তারা ক্ষোভের আগুনে ফুঁসছেন। সবাই একই সঙ্গে অভিযুক্ত স্বপনের ফাঁসির দাবি জানাচ্ছেন। প্রতিবেশীরা বলেন, "দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও অঙ্কিতা ভালো ফল করত। স্বপন তাকে বারবার উত্যক্ত করত। কয়েকদিন আগে অঙ্কিতা তার হাত ধরে তাকে টেনে নিয়েছিল। তার পুরো পরিবার পাগল। ফুটফুটে মেয়ে টাকে এভাবে মেরে দিল। ওর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা।"

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

এনারাও পাবেন এবার থেকে লক্ষীর ভান্ডারের টাকা, নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর! জানুন বিস্তারিত। ]

আজ বৃহস্পতিবার অঙ্কিতার মৃতদেহের ময়নাতদন্ত হতে চলেছে। কথা বলার শক্তি হারিয়েছেন শিল্পীর বাবা গোপাল শীল। মা বারবার জ্ঞান হারাচ্ছেন। শিল্পীর ছোট বোন শো দেখে ক্লান্ত। প্রতিবেশীরা কোনো না কোনোভাবে এই পরিবারকে আটকে রেখেছে। ময়নাতদন্ত শেষে আজই শেষবারের মতো বারি ফিরবেন অঙ্কিতা।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Viral Video : বাড়ির প্লাস্টিকের পাইপ থেকে জলের বদলে বেড়িয়ে এল টাকা, প্রায় 13 লক্ষ টাকা পাওয়া এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে! ]

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

রেশন নিয়ে বড়োসড়ো ঘোষণা করলো মোদি সরকার! রেশনের মেয়াদ বাড়লো আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। ]

Post a Comment

0 Comments