Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Arunima Ghosh : টলিউড অভিনেত্রী অরুণিমাকে ধর্ষণের হুমকি

Arunima Ghosh : টলিউড অভিনেত্রী অরুণিমাকে ধর্ষণের হুমকি


 টলিউড অভিনেত্রী অরুণিমাকে ধর্ষণের হুমকি দিয়ে বাড়িতে গেল যুবক


গত দুই বছর ধরে এক যুবক টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষকে নানাভাবে নির্যাতন করে আসছে বলে অভিযোগ অভিনেত্রী অরুণিমা ঘোষের। রবিবার রাতে অরুণিমার বাড়িতে পৌঁছায় ওই যুবক। সঙ্গে সঙ্গে ওই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অরুণিমা। এরপর অরুণিমার বাড়ির সামনে থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ

কি জানিয়েছেন অরুণিমা?

অরুণিমা বলেন, "এই সমস্যা গত 2019 সাল থেকে চলছে। ছেলেটি আমাকে বারবার ফোন করে এবং আমাকে বলে যে সে আমাকে ভালোবাসে। যুবকটি এর আগেও দুবার জেলে গেছে। "আমি একবার তার জন্য শুটিং বাতিল করে দিয়েছিলাম। একবার ট্রিপ বাতিল করতে।” আমি ম্যাজিস্ট্রেটের (ম্যাজিস্ট্রেট) কাছে ছুটে যাই।"

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Rupankar Bagchi : ইউটিউব থেকে সেভাবে টাকা ইনকাম করতে না পারায় এবার লাইভে এসে নিজের ক্ষোভ উজার করে দিলেন গায়ক রূপঙ্কর! ]

অরুণিমা আরও বলেন, ওই যুবক আমার ফোন নম্বর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। ফলে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসে, আমাকে অশ্লীল কথাবার্তা বলা হয়। ফোন নম্বর বদল করলেও সে আমার নম্বর জানবে কী করে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, যদি আমার কোনো বয়ফ্রেন্ড থাকতো তাহলে এই লোকটি তাকেও আক্রমণ করতো। হয়তো তার কোনো মানসিক সমস্যা আছে। তাই তার অবিলম্বে মানসিক চিকিৎসা দরকার। একই সঙ্গে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।"

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Nusrat_Yash : সম্পর্ক ভাঙার বিষয়ে মুখ খুললেন নুসরাত ]

গতকাল ওই যুবককে আটক করেছে পুলিশ।

Post a Comment

0 Comments