বাবুলের বদলে কে হতে চলেছে আসানসোলের প্রার্থী? জেনে নিন বিস্তারিত।
বাবুল সুপ্রিয় ছিলেন বিজেপির সবচেয়ে বিশ্বস্ত নেতাদের একজন। কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়া। একসময় বিজেপির (বিজেপি) সক্রিয় এই নেতা সম্প্রতি বিজেপির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে তৃণমূলের (ত্রিনমূল) ছত্রছায়ায় এসেছেন। বিধানসভা ভোটের পর তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে বেশ হতাশ হয়েছেন বাবুল সুপ্রিয়া। একুশের নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি আসনের মধ্যে পাঁচটি আসন বিজেপি হেরে যাওয়ায় এটা অবশ্যম্ভাবী বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। মন্ত্রিসভা থেকে অপসারণের পর বাবুল রাজনীতি থেকে অবসর নেবেন বলে টুইট (TWEET) করেন। এক মাস পর বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
আসানসোলে বাবুলকে প্রার্থী করছে না তৃণমূল
আসানসোল থেকে পদত্যাগ করলেন বাবুল সুপ্রিয়া। লোকসভার স্পিকার ওম বির্লার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বাবুলের পদত্যাগ গ্রহণের পর, লোকসভার স্পিকার ওম বিড়লা গতকাল লোকসভায় আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেন। যার জেরে আসানসোল লোকসভা আসনের উপনির্বাচন অনিবার্য বলে মনে করা হয়েছিল। আসানসোল উপনির্বাচনের বিষয়টি বুঝতে পেরে বিজেপি ইতিমধ্যেই সেখানে যথেষ্ট তৎপরতা দেখিয়েছে। আসানসোল উপনির্বাচনে জিতেন্দ্র তিওয়ারিকে (জিতেন্দ্র তিওয়ারি) প্রার্থী করতে চলেছে বিজেপি। এদিকে আসানসোলে বাবুল সুপ্রিয়াকে তৃণমূল প্রার্থী করবে না বলে জল্পনা চলছে। বাবুল তরুণ তৃণমূল সভাপতি সায়নী ঘোষের (সায়ানি ঘোষ) জনপ্রিয় আসনে প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছে। একুশের নির্বাচনে আসানসোল দক্ষিণ আসনে সায়নী ঘোষ প্রার্থী হলেও পরাজিত হন। তবে তৃণমূলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। অল্প ব্যবধানে তিনি পরাজিত হন। যুব সভাপতির দায়িত্ব কাঁধে থাকায় তিনি বর্তমানে একজন সক্রিয় নেত্রী। তাই এবার সেই উপনির্বাচনে লড়বেন তিনি।
0 Comments