সংসদের বাদল অধিবেশনে হট্টগোলের ফলে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড 12 জন সাংসদ
সংসদের ইতিহাসে এই প্রথম এমন নজিরবিহীন ঘটনা ঘটল। বাদল অধিবেশনে হট্টগোলের কারণে সংসদের শীতকালীন অধিবেশন থেকে মোট 12 জন সংসদ সদস্যকে সাসপেন্ড (সাসপেন্ড) করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রী। তালিকায় ছয় কংগ্রেস সাংসদ, একজন সিপিআই এমপি, একজন সিপিএম এমপি এবং দুই শিবসেনার এমপিও রয়েছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Srabanti in TMC: অবশেষে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ]
সাসপেন্ড কেন করা হয়েছে তাদের?
সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। সমাবেশ বয়কটের ডাক দেয় বিরোধী দলগুলো। এরপর থেকে সরকার এসব সংসদ সদস্যের শাস্তির দাবিতে সোচ্চার।
অবশেষে সরকারের অনুরোধে ওই সংসদ সদস্যদের পুরো শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে। সাসপেন্ড করা কংগ্রেস সাংসদের মধ্যে রয়েছেন রাজমনি প্যাটেল, সৈয়দ নাজির হোসেন, অখিলেশ প্রসাদ, ফুলো দেবী নেতাম, ছায়া বর্মা এবং রিপুন বোরা।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
KMC_Breaking News: পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো বঙ্গ বিজেপি! ]
শিবসেনার অনিল দেশাই, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সিপিআইয়ের বিনয় বিশ্বম এবং সিপিএমের ই করিমও পিছনে রয়েছেন।
এর আগে দাঙ্গার জন্য বহু লোকসভা সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এদিকে বাদল অধিবেশনে শীতকালীন অধিবেশনের জন্য বরখাস্ত হওয়া দুই তৃণমূল সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে।
গত বাদল অধিবেশন থেকে সরকার তাদের আন্দোলন দমন করতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সাময়িক বরখাস্তের জোরালো দাবি তুলে আসছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
0 Comments