Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Aadhaar Ration link: জানুন কীভাবে ঘরে বসেই করুন রেশন-আধার কার্ড লিঙ্ক

 

Aadhaar Ration link: জানুন কীভাবে  ঘরে বসেই করুন রেশন-আধার কার্ড লিঙ্ক
                                                                       khabor24ghonta

Ration Aadhaar link : সামান্য কয়েকটা ধাপ পেরোলে ঘরে বসেই করতে পারবেন এই কাজ। সম্প্রতি দুই কার্ডে লিঙ্ক করাতে সোশ্যাল মিডিয়ায় পথ দেখিয়েছে রাজ্য সরকার।


আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে কোনো সমস্যা হবে না। আপনি কয়েক ধাপে ঘরে বসে এটি করতে পারেন। সম্প্রতি, রাজ্য সরকার সোশ্যাল মিডিয়ায় দুটি কার্ড লিঙ্ক করার পথ দেখিয়েছে। কিভাবে এটি করতে শিখুন.

এই উপায়ে বাড়িতে বসেই ডিজিটাল রেশন কার্ডের ই-কেওয়াসি পূরণ করতে পারবেন : 

* প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে https://food.wb.gov.in/ সাইটে যেতে হবে রেশন কার্ড হোল্ডারকে।

* দ্বিতীয় ধাপে Link Ration Card with Aadhaar Card-এ ক্লিক  
  করতে হবে।

* এবার রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর জমা দিন।

* এখানে সবিস্তারে দেখে নিজের পরিষেবা বেছে নিন। এই পর্বে এ 
   ও বি অপশন দেওয়া থাকবে।
   (এ) আপডেট করুন আধার ও মোবাইল নম্বর
   (বি) আপডেট অনলি মোবাইল নম্বর

* এখানে সবকিছুর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে  
   একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। নিজের নথি ঠিক আছে     কিনা দেখে নিয়ে 'ওটিপি' সাবমিট করুন। 

Post a Comment

0 Comments