মাঝরাতে শ্রীলেখার আবদারে গ্যাঁড়াকলে শ্রীজাত
সাত সকালে এয়ারপোর্টে যেতে হবে, গন্তব্য হায়দরাবাদ। তাই মাঝরাতে শ্রীলেখা মিত্রের ফেসবুকে আজব স্টেটাস । রাত একটা নাগাদ অভিনেত্রী ফেসবুকে লেখেন, আরলি মর্নিং ফ্লাইট, ঠিক ভোর ৩টের সময় কেউ ফোন করে জাগিয়ে দিও।’ অভিনেত্রীর এই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে যায়। নায়িকার ঘুম ভাঙানোর লোক কী কম আছে বাংলাতে! তারমধ্যে শ্রীলেখার পোস্টে মজার মন্তব্য করেন শ্রীজাত বন্ধপাধ্যায়। কবি লেখেন, ‘তুমি আমায় আড়াইটে নাগাদ জাগিয়ে দিও, আমি তিনটে নাগাদ তোমাকে কল করব কেমন’? কিন্তু শ্রীলেখা মানেই তো বিতর্ক! অভিনেত্রী স্বমেজাজে এই মন্তব্যের পালটা জবাব দিলেন বন্ধুকে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Nusrat Yash Nikhil : ফাটল ধরেছে নুসরাত ও যশ এর সম্পর্কে ]
শ্রীজাতর উদ্দেশে তাঁর বার্তা, ‘তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে! স্বাভাবিকভাবেই শ্রীলেখার কথায় আজব গ্যাঁড়াকলে পড়ে যান শ্রীজাত। তিনি লেখেন, ‘ বোঝো! কল করতে গেলে পাশে শুতে হবে কেন?
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
জুতোর গন্ধ পেলেন ঘনিষ্ঠ হওয়ার সময়, ৬ মাস ডেট করেননি ঋতাভরী ]
ফেসবুকে ভাইরাল শ্রীলেখা-শ্রীজাতর এই মজাদার কথোপকথন, আসলে রসিকতা করতে বরাবরই ভালোবাসেন শ্রীলেখা। তাই বন্ধুর লেগপুল করবার সুযোগ ছাড়েননি। তবে শ্রীজাত একা নন, শ্রীলেখার পোস্টে উপচে পড়ছে মজাদার কমেন্ট। কেউ লিখেছেন, ‘এটা ফেসবুক নাকি রুম সার্ভিস’। আবার কেউ উপদেশ দিয়েছেন, ‘ঘুমিয়ে কাজ নেই, নেটফ্লিক্স দেখো। সকালে প্লেনে ঘুমিয়ে নেবে’।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
'ব্রা' ছাড়াই পুরস্কার শোতে হাজির হওয়া উরফী, তুমুল সমালোচনা সমালোচনা করেছেন ]

0 Comments