Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

TMC : পুরভোটের আগে বিস্ফোরক সৌগত রায়, মানুসকে ভোট দিতে দেয়নি TMC?

TMC : পুরভোটের আগে বিস্ফোরক সৌগত রায়, মানুসকে ভোট দিতে দেয়নি TMC?
khabor24ghonta

একি বললেন সৌগত রায়?


নির্বাচন কমিশন ( ELECTION COMMISSION) জানিয়েছে কলকাতা পুরভোটে 144 টি ওয়ার্ডে হতে চলেছে ভোট। এছাড়াও নির্বাচন কমিশন জানিয়েছে মোট ৪৭৪২ টি বুথে এই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। সিপিএম-তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। রাজ্যের মাটিতে তৃতীয়বার সিংহাসনে বসার পর ঘাসফুল শিবির সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। যেমন ত্রিপুরা, হরিয়ানা, আসাম, মেঘালয়ে তাদের সংগঠন দৃঢ় করতে বদ্ধপরিকর হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই মোদি বিরোধী দল হিসেবে সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের ভাবমূর্তি যথেষ্ট পরিষ্কার রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস (TRINAMOOL CONGRESS)। একুশের নির্বাচনে যথেষ্ট অশান্তির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতে মামলাও চলেছে তৃণমূলের বিরুদ্ধে। তাই এই পরিস্থিতিতে কোন ধরনের অভিযোগের যাতে উৎপত্তি না হয় তার জন্য তৎপর হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন যে যেন কোনো রকমের অশান্তির সৃষ্টি না হয়। এই আবহের মধ্যেই বিস্ফোরক উক্তি করেছেন সৌগত রায়। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

সরকার গ্যাসে 238 টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে, না পেলে এখনই করুন এই কাজ ]

সৌগত রায় কি বলেছেন ? 

সৌগত রায় (SOUGATA ROY) আজ বলেছেন, "আগামী দিনে সমস্ত পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেখানে কোনো রকম জবরদস্তি করা যাবে না। আলোচনার মাধ্যমে দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যারা মানবে না তাদের নির্বাচন বাতিল করে দেওয়া হবে। গত পঞ্চায়েত নির্বাচনে অনেকেই জবরদস্তি করেছেন যা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যার ফলাফল তৃণমূল হাতেনাতে পেয়েছে। 2019 সালের লোকসভা তে তার মূল্য চোকাতে হয়েছে। আমাদের লোকেরা যদি ভোট দিতে না দেয় তাহলে অন্য দলে লোক ভোট দেবে। তা তো হতে দিতে পারিনা। যার ফলে কয়েকটি পুরসভা জেতার থেকে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো লোকসভা ভোটে ভালো ফলাফল করা। তাই এবার তৃণমূল যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে।"

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

BJP's PK: Pk প্রশিক্ষণ দেন বিজেপি সাংসদ-বিধায়কদের ]


কি বলছেন সুকান্ত মজুমদার?

এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (SUKANTA MAJUMDAR) সৌগত রায়ের এই মন্তব্যকে কটাক্ষ করে বলেছেন, "সৌগত বাবুর কথাতেই এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে তৃণমূল এতদিন কিভাবে ভোট পর্ব সম্পন্ন করে আসছে এখন তৃণমূলের বহু নেতাই দেখছি এই বিষয়ে কথাবার্তা বলছে। ‌ বহু নেতাই প্রকৃতপক্ষে স্বীকার করে নিচ্ছেন যে এতদিন জোরজবরদস্তি করে ভোট করিয়েছে তৃণমূল কংগ্রেস।"

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

তৃণমূলের যোগদান হুড়মুড়িয়ে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত হলেন কৃষি মন্ত্রী! ]

Post a Comment

0 Comments