উন্মুক্ত বক্ষ বিভাজিকা, পেটে হালকা মেদ! দারুণ হট লুকে ধরা দিলেন অভিনেত্রী শ্রীলেখা।
রোগা হলেই সুন্দর , এ যেন এক চিরন্তন ধারণা। জিরো ফিগার বানাতে সকলেই তাই ইদুঁর দৌড়ে নাম লিখিয়েছেন যেন। ধীরে ধীরে পালটাচ্ছে চিন্তা ভাবনা। একেবারে ছিপছিপে না হয়ে বরং একটু কার্ভি যেন অনেক বেশি আকর্ষণীয় আজকের দুনিয়ায়। বাংলায় কার্ভি অভিনেত্রী যারা রয়েছেন তাঁদের মধ্যে শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra) অন্যতম।
| khabor24ghonta |
নিজের চেহারা নিয়ে তিনি বেজায় খুশি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর প্রকাশ ঘটে। তাই এবার কার্ভ নিয়েই খোলামেলা ফটোশ্যুটে মাতলেন শ্রীলেখা।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Viral Video: ব্লাউজ ছাড়াই সাদা ধবধবে শাড়ি পরে ভাইরাল যুবতী! ভাইরাল হলো ভিডিও। ]
| khabor24ghonta |
শ্রীলেখা বারবারই বলেন শরীর সুস্থ রাখতে এক্সার সাইজ করতে হবে , জিম করতে হবে। তবে সেটা করা হোক শুধু শারীরিক সুস্থতার জন্যই। রোগা হতে নয়। ফটোশ্যুটের একটি ভিডিও শ্রীলেখা পোস্ট করেছেন ফেসবুক প্রোফাইলে। সেখানে কখনও তিনি শাড়িতে, কখনও বা ব্রাইডাল ল্যাহেঙ্গায়। সঙ্গে মানসই গয়না আর মাদকতা। পাশ্চাত্য পোশাকেও তিনি সমান সাবলীল। ল্যাহেঙ্গায় স্পষ্ট দেহের ভাঁজ। তাতে কি! নিজের শারীরিক আকৃতিতে তিনি নিজেই খুশি। এটুকুই যথেষ্ট।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
| khabor24ghonta |
দিন কয়েক আগে জনপ্রিয় 'মানিকে মাগে হিথে' গানের সঙ্গে চুটিয়ে নাচ করেছিলেন শ্রীলেখা। প্রায় পঞ্চাশের কোঠায় বয়স হলেও যেভাবে কোনওরকম আড়ষ্টতা না রেখে নাচ করেছিলেন তাতে প্রশংসাও কুড়িয়েছিলেন অভিনেত্রী।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
| khabor24ghonta |

0 Comments