Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Viral Video: সমুদ্রে মুখোমুখি সংঘর্ষ দুটি বিশাল মালবাহী জাহাজের!

সমুদ্রে মুখোমুখি সংঘর্ষ দুটি বিশাল মালবাহী জাহাজের! ঘটলো চরম বিপত্তি! তুমুল ভাইরাল ভিডিও, khabor24ghonta, ajob news, amazing fact,
khabor24ghonta


 সমুদ্রে মুখোমুখি সংঘর্ষ দুটি বিশাল মালবাহী জাহাজের! ঘটলো চরম বিপত্তি! তুমুল ভাইরাল ভিডিও।


 ভয়ঙ্কর দৃশ্য!

ভারতবর্ষের বাইরে এমন অনেক দেশ রয়েছে যেমন বাংলাদেশ-চীন সহ একাধিক দেশগুলি কিন্তু যোগাযোগ বা যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে জলপথ ।আমাদের ভারতবর্ষে যেমন সড়ক পথ বা আকাশ পথের মাধ্যমে সর্বাধিক বেশি পরিমাণে যাতায়াত করা হয়  অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু চিত্রটা কিছুটা হলেও আলাদা ।

সেখানে সড়কপথ এবং  আকাশপথের পাশাপাশি বেশিরভাগ যাতায়াত করা হয় জলপথে।  কারণ সে সমস্ত জায়গাগুলিতে নদী ও সাগরের সংখ্যা অধিক পরিমাণে বেশি।এতক্ষণ ব্যাপারটা বেশ সুন্দর লাগলো রোমাঞ্চকর শুনতে। কিন্তু তার পাশাপাশি আমন্ত ভুলে গেলে চলবে না যে যত বেশি উন্নত হচ্ছে সমস্ত বিষয়গুলিতে ততই কিন্তু বিপদ বা দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে ।একাধিক জায়গাতে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা চিত্র আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Amazing Fact: আজব কান্ড - 6টি ফুলকপি রয়েছে 1টি গাছে! মূহুর্তের মধ‍্যে ভাইরাল। ]

তাই এমনটা ভাবার কোন কারণ নেই যে উন্নত পরিষেবা মানেই বিপদ মুক্ত।সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। সেখানে দেখা যাচ্ছে দুটি কার্গো জাহাজ অর্থাৎ যে জাহাজে করে মাল বোঝাই করে নিয়ে যাওয়া হয় এবং এই সমস্ত জাহাজ গুলির আকৃতি অনেক। বড়ো হয়।


 সেরকম দুটি কার্গো জাহাজ কোন কারণে যান্ত্রিক ত্রুটির কারণে বা অসচেতনতার কারণে দুজনের মুখোমুখি চলে আসে। যার ফলে সজোরে ধাক্কা মারে দুটি জাহাজের। এরপরের  ঘটনা কি হবে সেটা বলার কোন প্রয়োজন নেই ।তারপরে কি ঘটনা ঘটতে পারে সেটা আমি  আপনি সকলেই জানি  ।ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ব্যাপক পরিমাণে।

ভিডিও দেখুন  


[ আরও পড়ুন ঃ khabor24ghonta

কেন জন্ম দিলেন? চিকিৎসকের বিরুদ্ধে মামলা লড়ে ওই তরুণীকে কোটি টাকা জরিমানা করা হয় ]

Post a Comment

0 Comments