গোপনে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী ঈশানী দাস , বাঘ বন্দি খেলা’র নায়িকা রায়া
নভেম্বরের শেষ নাগাদ বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে। বিশ্বের তারকাদের কথা না বললেই নয়। বলিউড থেকে টলিউড বা তেলেগু, সব জায়গায় একটাই ছবি। এবার গোপনে বিয়ে সেরে ফেললেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ঈশানী দাস।
জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান 'বাগবন্দী খেলা'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঈশানী।
| khabor24ghonta |
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
ঐশ্বরিয়ার মতো দেখতে 6 নারীর পরিচয় পাওয়া গেছে ]
লাল বেনারসি, মাথায় লাল ঘোমটা- অনেক পুরনো বাঙালি বধূ ঈশানী। বিয়ের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন- ‘না, রিল নয়, এবার রিয়ালে বিয়ে করলাম’
শুভেচ্ছার বন্যা বইছে ঈশানীর পোস্টে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে পাত্র কে? জানা যায়, পাত্রের নাম প্রণবেন্দু। ভালোবেসে বিয়ে করেন দুজন। পেশায় ভিডিও নির্মাতা।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Arijit Sing Viral Video : রাস্তায় নেমে গিটার হাতে গান গাইছেন অরিজিৎ সিং ]
| khabor24ghonta |
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর গাঁটছড়া বাঁধলেন ঈশানি-প্রণবেন্দু। প্রায় দুই সপ্তাহ পর এই সুখবর জানালেন ঈশানি।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Arunima Ghosh : টলিউড অভিনেত্রী অরুণিমাকে ধর্ষণের হুমকি ]
রুবেল দাসের সঙ্গে জুটি বেঁধে 'বাগ বন্দী খেলা' ছবিতে অভিনয় করেছেন ঈশানী ওরফে রায়া। তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর তাকে আর টেলিভিশনে দেখা যায়নি। ঈশানীর প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা।
| khabor24ghonta |
কয়েক মাস আগে জিঘাংসা নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ঈশানী।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta

0 Comments