Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Babul Supriyo: গৃহীত হল বাবুলের ইস্তফা। সায়নীই কি নতুন মুখ ?

Babul Supriyo: গৃহীত হল বাবুলের ইস্তফা। সায়নীই কি নতুন মুখ ?
khabor24ghonta

 

বাবুল সুপ্রিয়া  ইস্তফা দিলেন


কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়া। একসময় বিজেপির (বিজেপি) সক্রিয় এই নেতা সম্প্রতি বিজেপির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে তৃণমূলের (ত্রিনমূল) ছত্রছায়ায় এসেছেন। বিধানসভা ভোটের পর তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। 

ফলে বেশ হতাশ হয়েছেন বাবুল সুপ্রিয়া। একুশের নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি আসনের মধ্যে পাঁচটি আসন বিজেপি হেরে যাওয়ায় এটা অবশ্যম্ভাবী বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। 

মন্ত্রিসভা থেকে অপসারণের পর বাবুল রাজনীতি থেকে অবসর নেবেন বলে টুইট (TWEET) করেন। এক মাস পর বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

KMC_Breaking News: পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো বঙ্গ বিজেপি! ]

কে হবেন আসানসোলের উপনির্বাচনে তৃণমূলের মুখ

আসানসোল থেকে পদত্যাগ করলেন বাবুল সুপ্রিয়া। লোকসভার স্পিকার ওম বির্লার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বাবুলের পদত্যাগপত্র গ্রহণ করার পর, লোকসভার স্পিকার ওম বিড়লা আজ লোকসভায় আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেন। 

যার জেরে আসানসোল লোকসভা আসনের উপনির্বাচন অনিবার্য বলে মনে করা হয়েছিল। আসানসোল উপনির্বাচনের বিষয়টি উপলব্ধি করতে ইতিমধ্যেই যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে বিজেপি। আসানসোল উপনির্বাচনে জিতেন্দ্র তিওয়ারিকে (জিতেন্দ্র তিওয়ারি) প্রার্থী করতে চলেছে বিজেপি।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Parliament : শীতকালীন অধিবেশনে সাসপেন্ড 12 জন সাংসদ ]

এদিকে আসানসোলে বাবুল সুপ্রিয়াকে তৃণমূল প্রার্থী করবে না বলে জল্পনা চলছে। বাবুল তরুণ তৃণমূল সভাপতি সায়নী ঘোষের (সায়ানি ঘোষ) জনপ্রিয় আসনে প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছে। একুশের নির্বাচনে আসানসোল দক্ষিণ আসনে সায়নী ঘোষ প্রার্থী হলেও পরাজিত হন।

 তবে তৃণমূলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। অল্প ব্যবধানে তিনি পরাজিত হন। যুব সভাপতির দায়িত্ব কাঁধে থাকায় তিনি বর্তমানে একজন সক্রিয় নেত্রী। তাই এবার আসানসোল উপনির্বাচনেও লোকসভা আসনে লড়বেন বলে জানা গিয়েছে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Srabanti in TMC: অবশেষে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ]

Post a Comment

0 Comments