Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Dilip Ghosh: রবীন্দ্রনাথ বেশি দূর পড়েননি, রামকৃষ্ণও তো অশিক্ষিত- মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ

Dilip Ghosh: রবীন্দ্রনাথ বেশি দূর পড়েননি, রামকৃষ্ণও তো অশিক্ষিত- মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ
khabor24ghonta

 দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে।

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বরাবরই তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। আবারও বিতর্কে জড়ালেন তিনি। এক প্রশ্নের উত্তরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিদের একজন বলেন, "রামকৃষ্ণদেব সবচেয়ে নিরক্ষর। তবে তার কথায় সমাজ এগিয়েছে।" এছাড়া তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে বলেন, "এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেননি। অনেক দূর পড়াশুনা। শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুন।"

সম্প্রতি দিলীপের সঙ্গে রাজ্যের আরেক প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায় পাল্টা মন্তব্য করতে শুরু করেন। একে অপরকে আক্রমণ করেছে। তথাগত সম্প্রতি দিলীপকে 'অশিক্ষিত' বলে কটাক্ষ করেন। রবিবার সংবাদ মাধ্যমের জবাবে দিলীপ রামকৃষ্ণ-রবীন্দ্রনাথ নিয়ে মন্তব্য করেন। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

India: বড় খবর চালকদের জন‍্য!সঙ্গে রাখুন সবসময় এই নথি।  নাহলেই জেল বা জরিমানা 10,000  টাকা। ]

তিনি বলেন, "কে বই পড়েছে, কার ডিগ্রি আছে, তা আমাদের দেশে কেউ ভাবেনি। সবচেয়ে বড় নিরক্ষর ছিলেন রামকৃষ্ণ দেব। কিন্তু সবার বাড়িতেই তাঁর বই আছে। একই সঙ্গে দিলীপ আরও বলেন, "এমনকি রবীন্দ্রনাথও খুব বেশি পড়াশোনা করেনি। শুধু অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া। এটাই ভারতের সংস্কৃতি। যারা দেশ জানে না তাদের দায়। দলের সিনিয়র সাংসদ সৌগত রায় বলেন, "দিলিপ ঘোষ নিজেও অশিক্ষিত। এ কারণে তাকে দলের রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।"

[ আরও পড়ুনঃ khabor24ghonta

petrol, diesel-পুরো 33.38 টাকা দাম কমলো পেট্রোলের, খুশি ভারতবাসী। ]

প্রসঙ্গত, শনিবার দল ছাড়তে তথাগতকে লক্ষ্য করে গুলি চালান দিলীপ। বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পতনের পর, দিলীপ ছাড়াও একাধিক কেন্দ্রীয় নেতার সমালোচনায় সোচ্চার হয়েছিলেন তথাগত। এর জবাবে রবিবার দিলীপ বলেন, "আর কত দিন লজ্জিত থাকবেন। 

দল ছাড়ুন। যারা দলের জন্য কিছুই করেননি, যারা দলকে সবচেয়ে বেশি দিয়েছেন, তারাই দলকে সবচেয়ে বেশি আঘাত করেছেন। আমাদের দুর্ভাগ্য।" ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "জয় ব্যানার্জীও বিজেপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

[ আরও পড়ুনঃ khabor24ghonta

Drapaudi insult bengal :নিজের সংস্কৃতির পরিচয় দিয়েছেন কুরুচিকর মন্তব্যে , সুব্রতকে নিয়ে মন্তব্যের জন্য রূপাকে বিঁধলেন আব্দুল মান্নান ]

 এই ক্রমাগত রক্তপাত বঙ্গীয় বিজেপির জন্য ঠিক নয়। দিলীপ ঘোষ আমাকে লজ্জিত হলে দল ছাড়ার পরামর্শ দিয়েছেন। পার্টি। তিনি যা বলেন তাতে আমার কিছু যায় আসে না। আমি এখন দলের একজন নিয়মিত সদস্য। আমি সেভাবেই থাকব এবং দলকে সঠিক পথে রাখার চেষ্টা করব। " দিলীপ ঘোষ উত্তরে আমি কী বলতে পারি তা বুঝতে পারবেন না। যা অশিক্ষিত হলে সমস্যা হয়। 

আমি কিছুই বলব না. কারণ তা হবে অকেজো। দিলীপ ঘোষের বক্তব্যকে আমি গুরুত্ব দিই না। এই প্রসঙ্গে দিলীপ রামকৃষ্ণ ও রবীন্দ্রনাথের উদাহরণ তুলে ধরেন। তথাগতও তা নিয়ে বিদ্রুপ করে টুইটারে লেখেন, 'হে ঈশ্বর! বাঙালি হিন্দু পরিবারে জন্ম নেওয়া ঠাকুর রামকৃষ্ণের অবতার এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ এই নামেই। এটাও শোনা যায়?'

Post a Comment

0 Comments