Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

BIG BREAKING:-হবু শিক্ষকদের স্বপ্নপূরণ হলো আজ,আজই প্রকাশ করা হলো চাকরী প্রার্থীদের তালিকা!

BIG BREAKING:-হবু শিক্ষকদের স্বপ্নপূরণ হলো আজ,আজই প্রকাশ করা হলো চাকরী প্রার্থীদের তালিকা!
khabor24ghonta


 কতজন রয়েছে এই তালিকায়? জেনে নিন।


রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিল রাজ্য সরকার। চাকরিপ্রার্থীরা গত বেশ কয়েক বছর ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন উত্থান-পতনের সাক্ষী হচ্ছেন। সম্প্রতি চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় বুধবার। এই তালিকায় থাকা প্রার্থীরা শিগগিরই চাকরি পাবেন বলে জানা গেছে।


স্কুল সার্ভিস কমিশন এর জটিলতা -

গত বেশ কয়েক বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নানা আইনি জটিলতা দেখা দিয়েছে। কখনো প্যানেল সংক্রান্ত আবার কখনো নিয়োগ সংক্রান্ত জটিলতায় জর্জরিত কমিশন। এরই মধ্যে আবারও প্রার্থীদের বিরুদ্ধে নেমেছে কমিশন। এ ক্ষেত্রে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ অনেককে বিভিন্ন আইনি জটিলতায় নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আর এ বিষয়ে তাদের বক্তব্য ছিল, এই আইনি জটিলতার কারণে বয়সসীমা অতিক্রম করা হচ্ছে। এ কারণে তারা যত দ্রুত সম্ভব তাদের নিয়োগের দাবি জানিয়েছেন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

চাকরীপ্রার্থীদের জন‍্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল! প্রচুর শূন‍্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প‍্রকাশ করলো ভারতীয় রেল। ]

স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ - 

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে সারা দিয়েছে কমিশন ও। বিগত দিনে এহেন চাকরিপ্রার্থীদের আগে নিয়োগের কথা জানানো হয়েছিল। সেই কারনেই অফলাইন আবেদন করার কথাও জানানো হয় ওই সকল চাকরি প্রার্থীদের। তার পরবর্তীতে স্কুটিনির জন্য ডাকা হয় সেসকল প্রার্থীদের। অবশেষে তাদের কিছুটা স্বস্তি দিয়ে এদিনই চূড়ান্ত তালিকা প্রকাশ করলো কমিশন। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

খাদ্য দপ্তরে অ্যাডিশনাল DEO পদে চাকরি- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ]

তালিকায় কত জন রয়েছেন  -

অফলাইনে আবেদনকারী প্রার্থীদের স্কুটিনির মাধ্যমে যোগ্যতার বিচার করে ইতিমধ্যেই ৪৭৪ জনের চূড়ান্ত তালিকায় নাম প্রকাশ করা হয়েছে। খবর অনুজায়ি বর্তমানে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট শুন্যপদের সংখ্যা রয়েছে ৪৭৮ টি। খুব শীঘ্রই এই পদগুলিতে চূড়ান্ত তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

রাজ্য ব্লক WB BDO অফিস ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে অতিরিক্ত ডিইও স্টাফ নিয়োগ ]

Post a Comment

0 Comments