মাসে ৫৫ টাকা দিলে মাসিক ৩ হাজার টাকা পেনশন
কেন্দ্রীয় সরকারের নয়া চমক। এ বার তারা অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করতে চলেছে। আসছে প্রথম প্রকল্প প্রধানমন্ত্রীর শ্রম যোগী মানধন যোজনা। এই স্কিমটি এমন শ্রমজীবী লোকদের কভার করে যারা কর্মক্ষেত্রে কোনো শ্রম সংস্থার আওতায় নেই। এর অর্থ হল কেন্দ্রীয় সরকার ছোট বিক্রেতা, নির্মাণ শ্রমিক, রিকশাচালক এবং অসংগঠিত ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের বৃদ্ধ বয়সে অক্ষমতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।
এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার বৃদ্ধ বয়সে অসংগঠিত শ্রমিকদের পেনশনের নিশ্চয়তা দেবে। স্কিম অনুসারে, একজন কর্মী প্রতিদিন 2 টাকা সঞ্চয় করতে পারেন এবং প্রতি বছর শেষে 36,000 টাকা পেনশন পেতে পারেন। নিম্নলিখিত এই প্রকল্পের একটি বিস্তারিত বিবরণ আছে.
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
রেশন নিয়ে বড়ো ঘোষণা মোদির! নতুন বছরেও ফ্রীতে মিলবে রেশন ]
এই প্রকল্পের আওতায় পড়তে গেলে প্রতি মাসে ৫৫ টাকা অর্থাৎ বা মাসের ২৮ টি দিনে ২ টাকা করে জমা করতে হবে। যদি কোনও শ্রমিক ১৮ বছর বয়স থেকে মাসে ৫৫ টাকা করে সঞ্চয় করতে শুরু করে বুড়ো বয়সে বার্ষিক ৩৬,০০০ টাকা করে পেনশন পেতে পারেন তিনি। মধ্যবয়স্ক শ্রমিকদের ক্ষেত্রে যদি কেউ ৪০ বছর বয়স থেকে এই প্রকল্পের আওতায় আসতে চান তবে তাঁকে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। ৬০ বছর পূর্ণ হওয়ার পরই এই প্রকল্পর নিয়ম অনুযায়ী পেনশন পেতে থাকবেন তিনি। মাসে ৩০০০ টাকা করে পাবেন তিনি।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
বাজারে অন্য কোম্পানি তুলনায় এখনও সস্তা জিও! জিও র্দূদান্ত প্ল্যান গুলি সমন্ধে জানুন। ]
প্রয়োজনীয় নথি
এই প্রকল্পে অংশ হওয়ার আবেদন করতে প্রয়োজন একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড। ৪০ পেরোনো শ্রমিকর চাইলেও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না কারণ আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
এই প্রকল্পের অংশ হতে জন্য আবেদনকারীকে কমন সার্ভিস সেন্টারে রেজিস্ট্রেশন করতে হবে। নিজে না পারলে সাইবার ক্যাফে থেকে CSC পোর্টালে গিয়ে অনলাইনেই এই স্কিমের আওতায় আসার জন্য আবেদন করতে পারেন আগ্রহীরা। ওই পোর্টালেই পাওয়া যাবে একটি আবেদন ফর্ম। সেই ফর্মে প্রয়োজনীয় তথ্য যথাযথ ভাবে তুলে ধরতে হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
নিম্নচাপ সরতেই তাপমাত্রা কমছে, সপ্তাহান্তে জাঁকিয়ে শীত বঙ্গে! ]
তথ্য ও নম্বর
এই প্রকল্পে রেজিস্ট্রেশনের শেষ ধাপ হলো তথ্যপ্রদান। এবার প্রশ্ন হল কি কি তথ্য প্রয়োজন।এই স্কিমের জন্য আবেদন করা গ্রাহকের আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, সেভিংস বা জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রয়োজন হবে। এছাড়া, সরকার যাতে প্রতি মাসে ব্যাঙ্ক থেকে ৫৫/২০০ টাকা কেটে নিতে পারে সেই মর্মে ব্যাঙ্কের থেকে একটি সম্মতিপত্র সাবমিট করে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
LPG Subsidy: ভাল খবর! এলপিজি ভর্তুকির টাকা সরাসরি অ্যাকাউন্টে যাচ্ছে; ঘরে বসেই দেখে নিন ]
0 Comments