কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? চলুন জেনে নেওয়া যাক।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে। এটি মূলত একটি বীমা কোম্পানি। এই সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীনে। প্রতি বছরের মতো এবারও এ প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, বেতন সহ সবকিছু।
পদ - মার্কেটিং ও এক্সিকিউটিভ নিয়োগ করা হবে।
সেক্টর - এক্ষেত্রে এই পদের সেক্টর হলো পাবলিক সেক্টর এবং প্রতিরক্ষা।
শূন্যপদ - উপরিউক্ত পদের জন্য মোট ১০০ টি শূন্যপদ রয়েছে।
[ আড়ও পড়ুন ঃ
শিক্ষাগত যোগ্যতা - এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতক উত্তীর্ন হতে হবে। এক্ষেত্রে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া বাধ্যতামূলক। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বেতন - এই পদের জন্য প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে ৭,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি - এক্ষেত্রে আবেদন পদ্ধতি করা হয়েছে সম্পুর্ন অনলাইনে। এক্ষেত্রে আপনি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অফিসিয়াল সাইট ncs.gov.in এ প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=idBq5XF6sNQ%3D&RowId=idBq5XF6sNQ%3D&OJ=7k4L7QQ5IOM%3D
[ আড়ও পড়ুন ঃ
West Bengal Teacher Recruitment : আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে ]
উপরে দেওয়া লিঙ্ক এ ক্লিক করেও সরাসরি আবেদন পদ্ধতি সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে লিঙ্কে ক্লিক করলেই 'APPLY' অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে লগইন করলেই আপনার কাছে চলে আসবে আবেদনপত্র। সঠিক তথ্য সহকারে সেটি পূরণ করে সাবমিট করলেই সম্পন্ন হবে আবেদন পদ্ধতি।
কর্মস্থান - এক্ষেত্রে এই পদে নির্বাচিত হওয়া প্রার্থীদের প্রথমে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ করা হবে। যেটি মূলত নিউ দিল্লীতে দেওয়া হবে।
আবেদন শুরুর দিন - চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এই পদের জন্য আবেদন পক্রিয়া।
[ আড়ও পড়ুন ঃ
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার! ]
আবেদন শেষের দিন - এই পদে আবেদনের শেষ দিন রাখা হয়েছে চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।

0 Comments