khabor24ghonta |
এই মন্দিরে কিভাবে পূজো দেবেন? জেনে নিন।
ভারত একটি বৈচিত্র্যময় দেশ। এদেশে বিভিন্ন ধর্মের মানুষ একই সাথে বসবাস করে। এদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ঐতিহাসিক স্থান থেকে প্রাচীন মন্দিরের অভাব নেই। মন্দিরগুলি বিভিন্ন কারণে বিখ্যাত, ঠিক যেমন ভারতের বহু প্রাচীন মন্দিরে প্রতিদিন মানুষের ভিড় লেগে থাকে। এদেশের এমনই একটি মন্দির হল মহালক্ষ্মীর মন্দির। এই মন্দির থেকে উপহার হিসাবে যা দেওয়া হয় তা আসলে আপনাকে অবাক করে দেবে।
ভগবান দর্শন - এ দেশের প্রায় বেশীরভাগ মানুষই ঈশ্বর বিশ্বাসী। সেই কারনেই প্রায় সকলেই মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছা পূরনের জন্য প্রার্থনা করে বিভিন্ন রকম ফল, বস্ত্র সহ বিভিন্ন দামী রত্ন নিবেদন করা হয়ে থাকে ঈশ্বরের চরনে। যেখানে পুজোর শেষে ঈশ্বরের প্রসাদ হিসেবে ফল মিষ্টি দেওয়া হয়ে থাকে।
[ আরও পড়ুন ঃ
কোন কোন রাশির জাতকদের উপর পড়বে শনির প্রভাব? 14/11/21 ]
মহালক্ষী মন্দিরের প্রসাদ - তবে আর সকল মন্দিরের থেকে এই মহালক্ষী মন্দিরকে আলাদা করেছে এই মন্দিরের প্রসাদ। অন্যান্য মন্দির গুলিতে যেখানে প্রসাদ হিসেবে ফল , মিষ্টি দেওয়া হয়ে থাকে সেখানে এই মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয় সোনা, রুপো। না এটা কোন কাল্পনিক ঘটনা নয়। এই ঘটনাটি একেবারেই সত্য একটি ঘটনা। যেই কারনেই দেশ বিদেশ থেকে বহু মানুষ ভীড় জমায় এই মন্দিরে।
[ আরও পড়ুন ঃ
মহালক্ষী মন্দিরের বৈশিষ্ট্য - এহেন মন্দিরটি অবস্থিত মধ্যপ্রদেশের রতলাম জেলার মানিক তলা এলাকায়। মহালক্ষীর এই মন্দিরটি খুবই জাগ্রত একটি মন্দির। জানা যায় বছরের প্রতিটি দিনই এই দেবীর দর্শনে দেশ বিদেশ থেকে মানুষ আসে এই মন্দিরে। বিশেষ করে ধনতেরস এর দিন বহু মানুষ তাদের মনস্কামনা পূর্ন হওয়ায় বা পূর্ণ করার উদ্দেশ্যে মায়ের কাছে অনেক সোনা রুপোর অলংকার নিবেদন করেন। যেগুলি সব জমা করা হয় মন্দিরের ট্রাষ্টে। আর পরবর্তীতে বিশেষ কোন সময়ে ভক্তদের উদ্দেশ্যে মায়ের প্রসাদ হিসেবে বিতরন করা হয়ে থাকে এই সোনা,রুপোর অলংকারগুলি। আর এই কারনেই মায়ের এহেন প্রসাদ পাওয়ার আশায় ভীড় জমান দেশ বিদেশের প্রচুর ভক্তরা। অনেকের মতে মায়ের এই প্রসাদ পেলে তা যত্ন করে রেখে দিলে মা সকল বিপদ থেকে রক্ষা করেন।
0 Comments