Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

পুরভোটের টিকিট পেলেন মমতা ব‍্যানাজ্জীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ‍্যোপাধ‍্যায়!

 

পুরভোটের টিকিট পেলেন মমতা ব‍্যানাজ্জীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ‍্যোপাধ‍্যায়!
khabor24ghonta

প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজরী বন্দ‍্যোপাধ‍্যায়!


পুরভোটে প্রার্থী হলেন মমতার ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়

গতকাল পুরভোটে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে প্রার্থী পদে আসীন হয়েছেন তার ভাতৃবধূ  কাজরী বন্দ্যোপাধ্যায়। ৭৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তিনি। মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় স্ত্রী হলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

মমতার সঙ্গে গোপন বৈঠকে প্রশান্ত কিশোর!পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করার লক্ষ‍‍্যেই এই বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো। ]


 কাজরী বন্দ্যোপাধ্যায়ের প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন

কলকাতা পুরসভার অসংরক্ষিত 73 নম্বর ওয়ার্ডে জোড়া ফুলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর স্বামী কার্তিক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারি কর্মী। সেইসাথে তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি পদে আসীন রয়েছেন। ভবানীপুরের সদ্য সম্পন্ন উপনির্বাচনে 73 নম্বর ওয়ার্ড দেখাশোনার ভার অর্পণ করা হয়েছিল কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উপর । 2019 এর  লোকসভা ভোটে এই ওয়ার্ডে 496 টি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো বামেরা! "তৃণমূল ও বিজেপীকে হারাতে যেকোনো দলকে সমর্থন করতে রাজি"বললেন বামেরা। ]

 2021 এর উপ নির্বাচনের আগে কার্তিক তার দিদি তথা মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি প্রদান করেছিলেন যে 73 নম্বর ওয়ার্ড থেকে তিনি কয়েক হাজার ভোটে লিড (LEAD) দেবেন তৃণমূলকে। তাঁর কথামতো ফল প্রকাশের পরই দেখা গিয়েছে এই ওয়ার্ড থেকে মুখ্যমন্ত্রী 5 হাজারেরও বেশি ভোটে লিড নিয়ে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে সক্ষম হয়েছেন। এরপরই সম্ভবত তার স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় কে এই ওয়ার্ডের প্রার্থী করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী,  এমনটাই জল্পনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উপনির্বাচনে কার্তিক যে প্রশংসামূলক কাজ করেছিলেন, সেই কারনেই তার স্ত্রী মনোনীত হয়েছেন।


[ আরও পড়ুন ঃ khabor24ghonta

পুরভোটের প্রার্থী হলেন সুব্রত মুখোপাধ‍্যায়ের ভাগ্নি তনিমা চট্টোপাধ্যায়! ]


Post a Comment

0 Comments