দেখে নিন এক ঝলকে বামেদের প্রার্থী তালিকা।
কলকাতা পুরভোটে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করলো বামেরা
আসন্ন কলকাতা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে হারানোর মূল লক্ষ্য নিয়ে নামতে চলেছে বামেরা। প্রার্থী তালিকা প্রকাশের আগে এই বার্তা দিয়েছে বাম নেতৃত্ব (সিপিআইএম)। তৃণমূল ও বিজেপিকে হারাতে কয়েকটি আসনে অন্য দলকে সমর্থন দেওয়ার বার্তা দিয়েছে বামেরা। কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার বলেছেন, এই তালিকায় কংগ্রেস এবং আইএসএফ রয়েছে৷ গতকাল কলকাতা পৌরসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন (ইলেকশন কমিশন)। প্রথমে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিএম। তারা অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ প্রমোদ দাশগুপ্ত ভবনে এক সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেছে বাম নেতৃত্ব।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
কি বলেছেন কল্লোল মজুমদার?
কল্লোল মজুমদার বলেন, "সাম্প্রতিক কিছু নির্বাচনে বামেরা জোটবদ্ধ হয়ে লড়াই করেছে। কিন্তু তাতে কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এবার বামেরা কৌশলগত পরিবর্তন এনেছে। এর জন্য বারবার বাম নেতারা বৈঠক করেছেন। “যেখানেই বামপন্থী শক্তিশালী নয়, আমরা মাঠে লড়ব। আমাদের দলের রাজনৈতিক প্রভাব ধরে রাখতে আমরা আমাদের শক্তি পরীক্ষা করব। যেখানে অন্যান্য মতাদর্শগত পার্থক্য আছে, সেখানে একমাত্র লক্ষ্য তৃণমূল ও বিজেপিকে পরাজিত করা। বামপন্থীরা একমত।"
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
0 Comments