Railway Apprentice Recruitment 2021:
মাধ্যমিক পাশেই রেলে কাজের সুযোগ, ১,৭৮৫ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ । আবেদন ক্রুন
শিক্ষানবীশ পদে (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে।
সর্বমোট শূন্যপদের সংখ্যা ১৭৮৫।
আবেদনের শেষ তারিখ :
আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
বয়সের ঊর্ধ্ব ও নিম্নসীমা :
০১.০১.২০২১ নিরিখে ন্যূনতম ১৫ এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ৩৪ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
ন্যূনতম মাধ্যমিক দিকে একাধিক শূন্যপদে ব্যাপক কর্মী নিয়োগ, 35 বছর পর্যন্ত আবেদন করা যেতে পারে ]
আবেদনকারীর যোগ্যতা :
সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। থাকতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে। যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের উপযুক্ত National Trade Certificate থাকার প্রয়োজন আছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Railway GDMO Recruitment 2021: কোনওরকম পরীক্ষা ছাড়াই রেলওয়েতে চাকরির সুযোগ ]
অনলাইনে আবেদন করা যাবে। www.rrcser.co.in ওয়েবসাইট থেকে নোটিফিকেশন পাওয়া যাবে।

0 Comments