Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

আগেপিছু না ভেবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মহিলা, তাকে বাঁচাতে ঝাঁপ দিলেন আরও একজন!

আগেপিছু না ভেবে চলন্ত ট্রেন  থেকে ঝাঁপ দিলেন মহিলা, তাকে বাঁচাতে ঝাঁপ দিলেন আরও একজন!
khabor24ghonta

 

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মহিলা তাকে বাঁচাতে আরও একজন ঝাঁপ দেন! তারপর কী হলো? জেনে নিন ঘটনা।


আগেপিছু না ভেবে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন প্রথমে একজন। তাঁর দেখাদেখি আরেকজন। একজন ছিটকেে পড়লেন প্ল্যাটফর্মে। আরেকজন আটকে গেলেন ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে।

ট্রেন (Train) চলতে শুরু করেছে। প্ল্যাটফর্ম প্রায় ছাড়বে ছাড়বে, এমন অবস্থায় দুই মহিলা যাত্রী অনুধাবন করলেন তাঁরা ভুল ট্রেনে উঠে পড়ছেন। কী করবেন এখন। আগেপিছু না ভেবে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন প্রথমে একজন। তাঁর দেখাদেখি আরেকজন।

 একজন ছিটকেে পড়লেন প্ল্যাটফর্মে। আরেকজন আটকে গেলেন ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে। প্ল্যাটফর্মে কর্মরত নিরাপত্তারক্ষীর তৎপরতায় বাঁচল প্রাণ। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনে (Purulia Station)।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

WB Scholarship: মাধ্যামিক, উচ্চ মাধ্যমিক, পলিটেকনিকের পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে টাকা, এখনই আবেদন করুন ]

সোমবার বিকাল। পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে সাঁতরাগাছি আনন্দ বিহার এক্সপ্রেস (Anand Bihar Express)। ট্রেনে ভিড় ভালই। হঠাৎই দেখা গেল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পড়লেন এক মহিলা। আটপৌরে শাড়ি পরিহিত মহিলা ছিটকে পড়লেন প্ল্যাটফর্মে। সবাই হইহই করতে শুরু করেছেন। কয়েক সেকেন্ডের ব্যবধান। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন আরও এক মহিলা। কিন্তু তাঁর শরীর আটকে গেল প্ল্যাটফর্ম আর ট্রেনের ঠিক মধ্যিখানে। কোনওভাবে নিজেকে ছাড়াতে পারছেন না তিনি। ঘষা খাচ্ছে গা। শিউরে ওঠেন যাত্রী ও প্ল্যাটফর্মে থাকা মানুষজন।


তার মধ্যে আবার বিপজ্জনক ভাবে পড়ে থাকা মহিলাকে সাহায্য করার চেষ্টা করেন যাত্রীদের কেউ কেউ। তাঁদের মধ্যে একজন যাত্রীও প্রায় পড়ে যেতেন। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। সবাই রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, এমন সময় দেখা গেল ওই মহিলার দিকে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছেন এক আরপিএফ কর্মী। বাবলু কুমার নামে ওই আরপিএফ কর্মী প্রায় ঝাঁপিয়ে পড়ে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানে আটকে থাকা মহিলাকে এক ঝটকায় টেনে ওপরে তোলেন। ততক্ষণে ছুটে এসেছেন বেশ কিছু মানুষজন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Track Accident : পাথর বোঝাই লরির মুখোমুখি শববাহী গাড়ি, মৃত 18, বাকিদের অবস্থা আশঙ্কাজনক! নদীয়ার হাঁসখালিতে ঘটেছে এই ঘটনা। ]

এর পর দুই মহিলার প্রাথমিক চিকিৎসা করা হয়। রেল সূত্রে খবর, প্রাথমিক শুশ্রূষার পর তাঁরা সুস্থ এখন। অন্যদিকে সামান্য চোট পেয়েছেন আরপিএফ কর্মীও। জানা গিয়েছে ওই দুই মহিলাই ঝালদার বাসিন্দা। তাঁরা অন্য ট্রেনে উঠতে গিয়ে ভুল করে সাঁতরাগাছি আনন্দ বিহার এক্সপ্রেসে উঠে পড়েছিলেন।

 ট্রেন ছাড়ার পর নিজেদের ভুল বুঝতে পেরে মরিয়া হয় ঝাঁপ দেন। আর তার পরেই এই ঘটনা। ওই আরপিএফ কর্মীর কাজের প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শী ও রেল আধিকারিকরা। পাশাপাশি কেন এভাবে ঝাঁপ দিতে গেলেন, তা নিয়েও দুই মহিলাকে খানিক বকাবকি করেন রেল আধিকারিকরা। আর একটু হলেই যে ঘটে যেত বড় দুর্ঘটনা। ভাগ্যিস দৌড়ে এসেছিলেন বাবলু কুমার।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

West Bengal Public Service Rights Act: পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আই ]

Post a Comment

0 Comments