Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Rupasree Prokalpo Job: রাজ্যে রূপশ্রী প্রকল্পে নিয়োগ চলছে, দেখে নিন নিয়োগ পদ্ধতি

Rupasree Prokalpo Job: রাজ্যে রূপশ্রী প্রকল্পে নিয়োগ চলছে, দেখে নিন নিয়োগ পদ্ধতি
khabor24ghonta


 রাজ্যে রূপশ্রী প্রকল্পে নিয়োগ চলছে


পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ প্রার্থীরা পশ্চিমবঙ্গের যেকোনো জেলায় আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ রূপশ্রী নিয়োগ 2021।

পদের নাম- একাউন্টেন্ট।

শূন্যপদ- মোট ৬ টি।

শিক্ষাগত যোগ্যতা- অনার্স সহ কমার্স বিষয় নিয়ে স্নাতক সঙ্গে কম্পিউটারে MS Office, Spread Sheet, Tally এবং প্রেজেন্টেশন প্যাকেজ নিয়ে দক্ষতা থাকতে হবে। যেকোনো সরকারি সংস্থা অথবা NGO সংস্থাতে অন্ততপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

India Post Recruitment 2021: ক্লাস ১২ পাশে মাসিক চাকরি, দেখে নিন আবেদনের পদ্ধতি ]

বেতন- প্রতি মাসে ১৫,০০০ টাকা।


পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।

শূন্যপদ- মোট ৩১ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক সঙ্গে MS Office এবং প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

যেকোনো সরকারি সংস্থা অথবা NGO সংস্থাটি অন্ততপক্ষে একবছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- প্রতি মাসে ১১,০০০ টাকা।

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Govt. Recruitment : দুয়ারে রেশন প্রকল্পে গ্রুপ-সি নিয়োগ, মাসিক 13 হাজার টাকা বেতন পাবেন ]

নিয়োগের স্থান- মুর্শিদাবাদ জেলা।

আবেদন পদ্ধতি- প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট ফরমেটে আবেদনপত্রটি পূর্ণ করে SDO অফিসের ড্রপবক্সে জমা দিতে হবে অথবা অডিনারি পোস্টও করতে পারবেন।


আবেদন পত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে-

১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

২) রেসিডেন্স প্রুফ।

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

৪) কম্পিউটারের সমস্ত সার্টিফিকেট।

৫) কাস্ট সার্টিফিকেট।

৬) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

৭) দুটো পাসপোর্ট সাইজের সইসহ ফটো।

৮) দুটো সেল্ফ অ্যাটেস্টেড করা এনভেলাপ সঙ্গে পস্টেজ স্টাম্প লাগানো থাকবে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

WB Group C Recruitment 2021: পশ্চিমবঙ্গে প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ]

নির্বাচন পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে কম্পিউটার টেস্ট ও viva voce -এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন করার শেষ তারিখ- ০৬/১২/২০২১

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Bank Job : রাজ্য ব্যাঙ্কে গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ, বিভিন্ন জেলায় নিয়োগ চলছে ]

Post a Comment

0 Comments