Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Babul sayoni : আমার গাওয়া গান বিজেপিতে যত বাজবে, ততোই লোকজন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবে! কেন এরকম মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়?

 

আমার গাওয়া গান বিজেপিতে যত বাজবে, ততোই লোকজন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবে! কেন এরকম মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়?
khabor24ghonta


ত্রিপুরার মাটিতে দাড়িয়ে কেন এরকম মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়? জেনে নিন।


মোদির বাবুলের গান বাজলো তৃণমূলের বাবুলের সামনে

তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বর্তমানে তার কাঁধে আগরতলার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরার আগরতলা ছেড়েছেন বাবুল। বিজেপিতে থাকাকালীন তিনি তৃণমূলকে খুব সংক্ষিপ্ত ভাষায় আক্রমণ করেছিলেন। তাঁর কণ্ঠে তৃণমূল নিয়ে গান রেকর্ড করল বিজেপি। বিজেপি কর্মীদের জনপ্রিয় গান 'এই তৃণমূলে আর নেই', কিন্তু বাবুল সুপ্রিয় প্রিয় তৃণমূলের সামনে তৃণমূলের বাবুলের সামনে। 2019 সালের লোকসভা ভোটের আগে এই গানটি গেয়েছিলেন বাবুল সুপ্রিয়া। অবশেষে এই গানকে ঘিরে অস্বস্তিতে পড়ে যান তিনি।

[ আরও পড়ুন ঃ

BSF কে অপমান করায় এই নায়িকার বিরুদ্ধ‍ে দায়ের হয়েছে মামলা! ]


ব্যাপক বিড়ম্বনায় পড়লেন বাবুল

আগামী 25 শে নভেম্বর আগরতলা কর্পোরেশনসহ ত্রিপুরার ২০ টি পৌরসভা এবং নগর পঞ্চায়েতের ভোট রয়েছে। ‌ আগরতলার গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে বাবুল সুপ্রিয়র উপরে। গতকাল সন্ধ্যায় আগরতলা রামনগর এলাকায় 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তপন  দত্তের সমর্থনে একটি পথসভা সম্পন্ন হয়েছিল যেখানে বক্তব্য রাখছিলেন সায়নী ঘোষ। চেয়ারে বসে ছিলেন বাবুল সুপ্রিয়। তখনই বিজেপির একটি ট্যাবলো আসতে দেখা যায়। ট্যাবলোতে লাগানো ছিল মাইক, যাতে তারস্বরে বাজছিল , "এই তৃণমূল আর না আর না আর না।" তখনই যথেষ্ট অস্বস্তিতে পড়ে যান বাবুল সুপ্রিয়। সায়নী ঘোষ তখন উত্তেজিত হয়ে ওঠেন। ‌এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয় সায়নী ঘোষ থামিয়ে তৃণমূলের মঞ্চে উঠে মাইক নিয়ে উপস্থিত জনসাধারণকে বোঝাতে চান যে এই দলটির নেতাদের এতটাই অহংকার যিনি গানটা বানিয়ে ছিলেন তিনি আজ দল পরিবর্তন করে দিদির হাত ধরেছেন। বাবুল সুপ্রিয় বলেছেন, "আমার গাওয়া  এই গান বিজেপি যত বাজাবে, ততোই লোকজন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবে।"

[ আরও পড়ুন ঃ

Dilip Babul : ত্রিপুরায় এবার নতুন চাল বাবুলের! তৃণমূল কে জেতাতে মরিয়া বাবুল সুপ্রিয়। ]


তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাবুল যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন এবং এই ভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন। তবে শুধু বাবুল নয় এক সময় শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন বিজেপিকে দেশ থেকে হঠানোর ডাক দিয়েছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএমের নেতা থাকাকালীন মুখ্যমন্ত্রীকে হিটলারের সাথে তুলনা করেছিলেন। সেই পুরনো ভিডিও ক্লিপিংস প্রায়শই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

[ আরও পড়ুন ঃ

Tathagata Roy: বিজেপির ভবিষ্যদ্বাণী তথাগত রায়! ফিরহাদও রাজি হয়ে গেল, কী বলল? ]

Post a Comment

0 Comments