ত্রিপুরায় মাটিতে হুংকার ছাড়লেন বাবুল! কী বললেন তিনি? জেনে নিন।
বাঙালীদের জন্য এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর দিলীপ ঘোষ"- কটাক্ষ বাবুল সুপ্রিয়র
আজ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন বাবুল সুপ্রিয়। ত্রিপুরার মাটিতে তার কাঁধে দায়িত্ব অর্পণ করেছে তৃণমূল কংগ্রেস। আগামী 22 শে ডিসেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখতে চলেছেন ত্রিপুরার মাটিতে। ত্রিপুরা যাওয়ার আগে বাবুল সুপ্রিয় বলেছেন , "আমাকে যে ধরনের ডেটা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমি মানুষের কাছে পৌঁছাব।"
[ আরও পড়ুন ঃ
Tathagata Roy: বিজেপির ভবিষ্যদ্বাণী তথাগত রায়! ফিরহাদও রাজি হয়ে গেল, ]
কি বলেছেন বাবুল সুপ্রিয়?
বাবুল সুপ্রিয় ত্রিপুরা রওনা হওয়ার আগে বলেছেন, "আমি বহু বছর ধরে ত্রিপুরা যাচ্ছি কি হয়েছে সেখানে আরকি হয়নি তার একটা খতিয়ান আমার কাছে আপাতত রয়েছে। ত্রিপুরার মানুষ কি চাইছেন আর কি পাননি তার সবকিছুই আমি জানতে পারবো। যখন তথাগত বাবু ত্রিপুরায় গিয়েছিলেন তখন আমি অনেকবার গিয়েছিলাম। প্রথম থেকে একটা ছন্দ পতন লক্ষিত হয়েছিল সেই সমস্ত কাগজপত্র আমার কাছে রয়েছে। দল যা যা চাইছে এবং আমার যা অভিজ্ঞতা রয়েছে সবকিছু মিলিয়ে ত্রিপুরা সফর যথেষ্ট ভাল হতে চলেছে।"
[ আরও পড়ুন ঃ
এরপর দিলীপ ঘোষকে যথেষ্ট কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়। আজ সকালেই দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয়র ত্রিপুরা সফরকে ঘিরে যথেষ্ট কটাক্ষ করেছেন। এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেছেন, "প্রত্যেকদিন মর্নিং ওয়াক করে উনার শরীর অবশ্যই ভালো থাকুক তার কারণ দিলীপ ঘোষ আপামর বাঙালি দের জন্য একটা এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর। দিলীপ ঘোষ প্রত্যেকদিন মর্নিং ওয়াকে গিয়ে যা বলছেন, তাই যদি আমাকে উত্তর দিতে হয় তাহলে আমার রাজনৈতিক স্তরটা এক হয়ে যেতে বাধ্য। উনি সকালে যা বলেন, সেটা নিয়ে সারাদিন মানুষ হাসি-ঠাট্টা, হইচই, আনন্দ করেন। উনি যা বলছেন বলতে দিন, উনাকে গুরুত্ব দিই না।"
[ আরও পড়ুন ঃ
0 Comments