রাজ্যে খাদ্য বিভাগে গ্রুপ-সি নিয়োগ
রাজ্যের খাদ্য বিভাগে 'রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম'-এ লোক নিয়োগ করা হবে। পুরুলিয়া জেলায় 'অতিরিক্ত ডেটা এন্ট্রি অপারেটর' পদে নিয়োগ দেওয়া হবে। রাজ্যের 23টি জেলার সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে আগ্রহী হন, তাহলে জেনে নিন কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কতটি শূন্যপদ পূরণ করা হবে, কত বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করতে হবে ইত্যাদি।
নোটিশ মেমো নম্বরঃ 259/SC/FS/JHALDA/21
নোটিশ প্রকাশের তারিখঃ 17.11.2021
আবেদনের সময়সীমাঃ 30.11.2021 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর (Additional Data Entry Operator)
[ আরও পড়ুন ঃ khabor24ghmnta
বেতনঃ ১৩,০০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ UGC (University Grants Commission) এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদঃ 6
নিয়োগ প্রক্রিয়াঃ কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে উক্ত পদে নিয়োগ করানো হবে।
চাকরি : কন্ট্রাকচুয়াল
[ আরও পড়ুন ঃ khabor24ghmnta
চাকরী প্রার্থীদের জন্য খুশির খবর! গ্রুপ সি পদে নিয়োগ হতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদায়। ]
নিয়োগের স্থানঃ পুরুলিয়া জেলার ঝালদা ব্লকে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
1. অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন করার ফর্ম প্রিন্ট করতে হবে।
2. আবেদন করার ফর্মটি ফিল আপ করতে হবে।
3. ফর্ম ফিল আপ হলে ফর্মের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে।
4. আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে।
5. আবেদনপত্রের খামটি পুরুলিয়া জেলার ঝালদা ব্লকের খাদ্যভবনের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
To The Sub Divisional Controller Food & Supplies, Jhalda, Purulia and Office address Purulia Khadya Bhaban, 1st Floor, P.O.- & Dist- Purulia, Pin- 723101.
[ আরও পড়ুন ঃ khabor24ghmnta
কোনো লিখিত পরীক্ষা নেই, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ! নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় রেল। ]
আবেদনপত্রের সাথে যেসমস্ত নথিপত্র জমা দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট অথবা সার্টিফিকেট
(3) কম্পিউটার সার্টিফিকেট
(4) আঁধার কার্ড
(5) ভোটার কার্ড
Useful Kinks :
নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট
[ আরও পড়ুন ঃ khabor24ghmnta
Gr-D Recruitment : পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ ]

0 Comments