khabor24ghonta
সব প্রার্থীদের দিতে হবে কড়া নিরাপত্তা, এমনই নির্দেশ দিলেন সুপ্রীমর্কোট।
পুর নির্বাচনের আগে আদালতে রায়ে জোর ধাক্কা খেল বিপ্লব দেব প্রশাসন। তৃণমূলের করা মামলার পরিপ্রেক্ষিতে পুর নির্বাচনে অংশগ্রহনকারী সব প্রার্থীকেই নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কোনও প্রার্থী যাতে প্রচারে বাধা না পায় সেই বিষয়টিও নিশ্চিত করতে বলেছে আদালত।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
মূখ্যমন্ত্রীর ঘোষণাঃ রাজ্যের চাষিদের জন্য সুখবর, বাড়লো ধানের সহায়ক মূল্য ]
ত্রিপুরাতে পুর নির্বাচনের মুখে বারবার দলের নেতা কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এই মর্মে সর্বোচ্চ আদালতে মামলা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেত্রী সুস্মিতা দেব। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়লেন, টুইট করে নিজেই জানালেন সেই কথা। ]
0 Comments