Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

video : শরীরে ক্যানসারের ধকল, আধখানা ফুসফুস বাদ গিয়েছে!মায়ের আবদারে নাচলেন ঐন্দ্রিলা

শরীরে ক্যানসারের ধকল, আধখানা ফুসফুস বাদ গিয়েছে!মায়ের আবদারে নাচলেন ঐন্দ্রিলা

khabor24ghonta

 নেটিজেনরা করলো আশীর্বাদ  সঙ্গে দিল ভালোবাসাও, ক‍্যান্সার আক্রান্ত ঐন্দ্রিলার নাচ কেমন হলো? রইলো Video


অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মন প্রতিনিয়ত নতুন শিক্ষা দিচ্ছে সবাইকে। মুখে হাসি নিয়ে তিনি যেভাবে ক্যান্সারের সাথে লড়াই করেন তা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করে। তার আর সব্যসাচীর প্রেমও নেটপাড়ার কাছে 'কপাল গোল'। সোমবার সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করলেন 'জিয়ন কাঠি'-এর নায়িকা। নিজের নাচের ভিডিও শেয়ার করেছেন সবার সঙ্গে।

ভিডিও দেখুন ঃ মায়ের আবদারে নাচলেন ঐন্দ্রিলা


khabor24ghonta

[ আরও পড়ুনঃ  

মিঠাই - উচ্ছেবাবু : অনস্ক্রিনে সম্পর্ক গড়িয়েছে বাস্তবেও উচ্ছেবাবুর জামা মিঠাইয়ের গায়ে! ? ]

ঐন্দ্রিলার এই নাচ মায়ের ছলে। আর সে কথা তিনি বলেছেন তার নিজের লেখায়। নাচের ভিডিও দিয়ে একটা লম্বা নোট দিয়েছেন। উল্লেখ করা হয়েছে, ছোটবেলায় তিনি নাচতে এতটাই ভালোবাসতেন যে নাচের জন্য বোরা খেতেন। তবে বড় হওয়ার পর নাচের অভ্যাস কমে যায়। তারপর শুধু ধারাবাহিকের প্রয়োজনে এবং মায়ের ঢেঁকিতে নাচতেন। আর আজ ক্যান্সারের অস্ত্রোপচারের পাঁচ মাস পর মাকে খুশি করতে আবারও নাচলেন তিনি। পায়ে গ্রিপ কম, তাই নাচ কতটা ভালো জানেন না! তবে মনটা ভালো। ঐন্দ্রিলার কথায়, 'বুড়োকে আবার খুঁজে পেলাম মনে হল'।

[ আরও পড়ুনঃ  


শরীরে ক্যানসারের ধকল, আধখানা ফুসফুস বাদ গিয়েছে!মায়ের আবদারে নাচলেন ঐন্দ্রিলা

khabor24ghonta

তবে নাচটি ভাল বা খারাপ কিনা এন্ড্রিলার যতই সন্দেহ থাকুক না কেন, নেটিজেনরা তাকে খোলা বাহুতে ভালবাসে এবং আশীর্বাদ করেছে। যাতে তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। কালারস বাংলা সিরিয়াল 'ঝুমুর' দিয়ে তার অভিনয় সফর শুরু করেন। স্টার জলসার 'জীবন জ্যোতি' ধারাবাহিকে মুখ্য ভূমিকায়ও দেখা গেছে তাকে। বাংলা সিরিয়াল 'জিয়ন কাঠি'-তে তুলি চরিত্রে অভিনয় করেছেন সূর্য।

[ আরও পড়ুনঃ  

subhashree-yuvaan: অভিনেত্রী শুভশ্রীর পায়ে ফ্রেকচার, মায়ের দেখভাল করছে বীরপুরুষ yuvaan ]

একবার নয়, দুইবার ক্যান্সার গ্রাস করেছে তার শরীরে। 2016 সালে, তিনি এই মারণ রোগকে হারিয়ে টলিউডে পা রাখেন। তাহলে ২০২০ সালে জানবেন সিজার তার শরীরে আবার ঘর করেছে। আর এই সময় ফুসফুসে। অস্ত্রোপচার করে ফুসফুসের অর্ধেক অপসারণ করতে হয়েছিল। কেমো এখনো চলছে, চলবে ডিসেম্বর পর্যন্ত। হাত ও পায়ের চাপ কম থাকে। চাপও হয় মাঝে মাঝে। এবং ব্যথা আছে।

[ আরও পড়ুনঃ  

Sruti Das-Dadagiri : সোরভ গাঙ্গুলির ছক্কা মারা দেখে শ্রুতিকে ঘুষি মেরেছিল তার  দাদা! সেই দাদাকে নিয়েই জিতলেন দাদাগিরি ]

তবে সে সবের মাঝেও তিনি খুঁজে পেয়েছেন বেঁচে থাকার উপায়। দুর্গা পুজোও সব্যসাচীর সঙ্গে পুজো মণ্ডপ পরিদর্শন করেন। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Post a Comment

0 Comments