Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

subhashree-yuvaan: অভিনেত্রী শুভশ্রীর পায়ে ফ্রেকচার, মায়ের দেখভাল করছে বীরপুরুষ yuvaan

subhashree-yuvaan: অভিনেত্রী শুভশ্রীর পায়ে ফ্রেকচার, মায়ের দেখভাল করছে বীরপুরুষ yuvaan
khabor24ghonta

শুভশ্রীর পায়ে চোঁট দেখভাল করছে তার পুত্র  yuvaan

ইনস্টাগ্রামে মা ও ছেলের মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন রাজ!

সোমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা রাজ চক্রবর্তীর ছবি রবিঠাকুরের জনপ্রিয় কবিতা 'বীরপুরুষ'-এর কথা মনে করিয়ে দেয়। মা-ছেলের ছবি দেখে নেটপাড়াও উত্তাল। ক্ষুদে যুবান ইতিমধ্যেই মায়ের যত্ন নিচ্ছেন, রাজের ছবি দেখলেই বোঝা যায়!


subhashree-yuvaan: অভিনেত্রী শুভশ্রীর পায়ে ফ্রেকচার, মায়ের দেখভাল করছে বীরপুরুষ yuvaan
                                                                     khabor24ghonta

পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর শেয়ার করা ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সোফায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। ডান পায়ে চোট। আর যুবান মায়ের সামনে চুপচাপ বসে আছে। হাতের ছোঁয়ায় খেলা। আর ইভানের সঙ্গে কথা বলছেন শুভশ্রী।

subhashree-yuvaan: অভিনেত্রী শুভশ্রীর পায়ে ফ্রেকচার, মায়ের দেখভাল করছে বীরপুরুষ yuvaan

khabor24ghonta

বাংলা ডান্স রিয়েলিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এর সেট থেকেও তার সাময়িক বিরতি। এখন রাজ ও যুবনের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিশ্রাম রয়েছে। যাতে সবকিছু ঠিক হয়ে গেলেই শুটিং ফ্লোরে ফিরতে পারেন। প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা!

[ আরও পড়ুনঃ  

নয়া রেকর্ড গড়ল মিঠাই, এগিয়ে এল সর্বজয়া  একেবারে কোণঠাসা হল খড়কূটো ]

বিরতি সপ্তশ্ব বসু পরিচালিত 'ডক্টর বক্সী'-এর শুটিংয়েও। যেখানে শুভশ্রী পরমব্রত চ্যাটার্জি এবং বনি সেনগুপ্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। রোমাঞ্চকর রহস্যময় সিনেমায় শুশ্রীর ফার্স্ট লুক মোশন টিজার মুক্তি পেয়েছে কিছুদিন আগে।


Post a Comment

0 Comments