khabor24ghonta
একাধিক পদে নিয়োগ করা হবে জানালো রেল কর্তৃপক্ষ। কিভাবে আবেদন করবেন? জেনে নিন।
ভারতীয় রেল আবার চাকরির বিজ্ঞাপন দিয়েছে। এ বার নিয়োগ হতে চলেছে পূর্ব রেলে। বিজ্ঞপ্তিতে একাধিক শূন্যপদ উল্লেখ করা হয়েছে। তবে, শুধুমাত্র ক্রীড়া কোটার প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তার মানে আপনাকে খেলাধুলার সাথে যুক্ত হতে হবে এবং এর সাথে সম্পর্কিত একটি সার্টিফিকেট থাকতে হবে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশের চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। আমাদের আজকের প্রতিবেদনে দেখে নিন এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য।
পদের নাম -
Gr-C লেভেল ৪, লেভেল ৫ এবং লেভেল ২ , লেভেল ৩ পদে প্রার্থী নিয়োগ করা হবে।
শূণ্যপদ:
Gr-C লেভেল ৪, লেভেল ৫ পদে নিয়োগ করা হবে ৫ জনকে।
পাশাপাশি Gr-C লেভেল ২ , লেভেল ৩ পদে নিয়োগ করা হবে ২১ জনকে।
কারা আবেদন করতে পারবেন?
Gr-C লেভেল ৪, লেভেল ৫: এই পদের জন্য ওয়াটার পোলো (পুরুষ), বাস্কেটবল (পুরুষ), কবাডি (পুরুষ) এবং কবাডি (মহিলা) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Gr-C লেভেল ২ , লেভেল ৩: এই পদের জন্য সুইমিং (পুরুষ), ওয়াটার পোলো (পুরুষ), তিরন্দাজি (পুরুষ ও মহিলা), অ্যাথলেটিক্স (মহিলা), ব্যাডমিন্টন (পুরুষ), বাস্কেটবল (পুরুষ), বাস্কেটবল (মহিলা), ব্রিজ (পুরুষ), ক্রিকেট (মহিলা), জিমন্যাসটিক্স (পুরুষ), কবাডি (পুরুষ), কবাডি (মহিলা) এবং শুটিং (পুরুষ) খেলার সাথে যুক্ত প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি:
এক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের তারিখ:
আবেদন পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ।তবে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী ১১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।
এক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
0 Comments