Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

দার্জলিং যাওয়ার পথে বাধা! তৃণমূলের নেতা আশস্থ করলেন, বললেন আমরা পৌছে দেব দার্জলিং।

দার্জলিং যাওয়ার পথে বাধা! তৃণমূলের নেতা আশস্থ করলেন, বললেন আমরা পৌছে দেব দার্জলিং।
khabor24ghonta


 দার্জলিং যাওয়ার পথে ভোগান্তি! সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা।


ট্যাক্সি চালকদের অবরোধ:

ভারতে পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধির জেরে লাভ পাচ্ছেন না ট্যাক্সি চালকেরা। যার ফলে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তেনজিং নোরগে বাস টার্মিনালের ট্যাক্সি স্ট্যান্ডের চালকরা পাহাড়ে উঠতে নারাজ। তেলের অত্যাধিক মূল্যবৃদ্ধির জেরে তারা অবরোধ করেছেন। তেলের দাম বাড়লেও যাত্রী ভাড়া সেভাবে বারেনি। কিন্তু তেলের দাম বাড়লে যে যাত্রী ভাড়াও বৃদ্ধি পায় সেই প্রসঙ্গেই রাস্তায় নেমেছেন তারা। 


সমস্যায় বহু যাত্রী:

গত সোমবার কলকাতা থেকে দার্জিলিং যাত্রায় বেরোন অরবিন্দ ঘোষ নামের এঅ ব্যক্তি । কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেই চরম সমস্যায় পরতে হয় তাকে। সেখান থেকে সিকিম যাওয়ার গাড়ি চললেও চলছে না দার্জিলিং যাওয়ার গাড়ি। অরবিন্দ ঘোষ এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,' দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছিলাম । কিন্তু গাড়ি চলছে না। এখন সিকিম চলে যাওয়ার কথা ভাবছি।' শুধু অরবিন্দ বাবুই নয়, সমস্যায় পরছেন এমন হাজার হাজার পর্যটক।

[ আর অপড়ুন ঃ khabor24ghonta

 West Bengal Public Service Rights Act: পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আই্ন ]

শ্রমিক সংগঠন নেতার বক্তব্য:

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন নেতা উদয় সাহা বলেছেন , ' আমরা তৃণমূল করি। তাই আমরা বন্ধ করব না। কিন্তু তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাই। আমরা সকল চালকদের অনুরোধ করেছি যাতে সব পর্যটককে ছেড়ে দেওয়া হয় । কারণ তারা অনেক দূর থেকে এসেছেন।'

[ আর অপড়ুন ঃ khabor24ghonta

Track Accident : পাথর বোঝাই লরির মুখোমুখি শববাহী গাড়ি, মৃত 18, বাকিদের অবস্থা আশঙ্কাজনক! নদীয়ার হাঁসখালিতে ঘটেছে এই ঘটনা। ]

Post a Comment

0 Comments