এক মাথা সিঁদুর নিয়ে গায়ে হলুদ! নেটপাড়ায় হাসাহাসি।
এলাকা ভূতের নাম ভাল চাই তিথি-রুদ্রিক ঘাড় থেকে। প্রত্যেকবারই বিয়ে নিয়েন অদভূত কাণ্ডকারখানার মতোই রয়েছে 'বরণ'বাহিকে। আপন করেতলে রাজ-তিথির প্রাক-বিয়েরত আলোচনা।
গল্পের নাটকে রুদ্রিকভাবে রাজ-তিথির নেতৃত্বের নাটকীয় হাত থেকে সিদুর পরে ছিল তিথির, সেই মমপেই রুদ্রিকণ্ডে আবার শুরু হয় রাজি।
[ আরও পড়ুনঃ
একটি সময় রুদ্রিক শাস্তি পাইয়ে দিতে বাঁধ পরিকর তিথি আবার তাঁকে শোরন জিম্মা ঘাড়ে নিয়ে হাজির হয় ব্যানার পরিবার। সেই ঘরের 'নকল' বউ হওয়া। রুদ্রিককে আদর্শ মানুষ করে তার লক্ষ্য, বা বলা হয়েছে বড়ো বিগড়েক তাকে ছেলেকে বাবা নিয়ে আসা।
বিয়ের ভূত তিথি-রুদ্রিকের ঘাড় থেকে নামতে চায় বলে মনে হয় না। প্রতিবারই বিয়ের সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক রয়েছে ধারাবাহিক 'বরান'। আপাতত সিরিয়ালে রাজ-তিথির প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছে।
গল্পের একেবারে শুরুতে, রাজ ও তিথির বিয়ের সময়, তিথি নাটকীয়ভাবে রুদ্রিকের মাথা থেকে লাল পরিয়েছিল এবং সেই বিয়ের মণ্ডপেই আবার রুদ্রিকের হাতে গুলিবিদ্ধ হন রাজ।
একপর্যায়ে রুদ্রিককে শাস্তি দেওয়ার জন্য নির্ধারিত তারিখ আবার তাকে সংশোধনের দায়িত্ব নিয়ে ব্যানার্জী পরিবারের ওপর আসে। সেই বাড়ির 'ভুয়া' বউ হয়ে উঠছে। তার লক্ষ্য ছিল রুদ্রিককে একজন আদর্শ মানুষ বানানো, নয়তো একজন সচ্ছল ধনী বাবার নষ্ট ছেলেকে একটু পথে আনা।
ঝগড়া আর মান-অভিমানে সময় অতিবাহিত হওয়ায় একে অপরের প্রতি রুদ্রিক-তিথির টানও বেড়েছে। কিন্তু রুদ্রিক আগে থেকেই ন্যারাকে বিয়ে করতে প্রস্তুত ছিল। বিয়ের প্রস্তুতি তিথি নিজেই করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বিয়ের মণ্ডপে নায়রার বদলে সিঁদুরে তিথির চুল এঁকেছিলেন রুদ্রিক।
[ আরও পড়ুনঃ
মিঠাই - উচ্ছেবাবু : অনস্ক্রিনে সম্পর্ক গড়িয়েছে বাস্তবেও উচ্ছেবাবুর জামা মিঠাইয়ের গায়ে! ? ]
আবারও বিয়ের ট্র্যাক হাজির এই সিরিজে। রুদ্রিক-তিথির বিয়ে আসলে 'ড্রামা' ছিল জানতে পেরে তিথির মা নিদান রাজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে হয় তিথিকে। এবার বিয়ের আয়োজনের দায়িত্ব নিয়েছেন রুদ্রিক নিজেই। কিন্তু তিনি তিথিকে স্ত্রীর মর্যাদা দেন। স্ত্রীর বিয়ের আয়োজনে তিনি ব্যস্ত।
[ আরও পড়ুনঃ
রুদ্রিক আইবুড়ো ভাতের সব উপকরণ নিজ হাতে রান্না করে তিথিকে খাওয়ালেন। এবারের হলুদ পর্ব চলছে। আর গায়ে হলুদের এই অনুষ্ঠানে দেখা গেল তিথি রুদ্রিকের পরনে লাল মাথায় রাজের নামে হলুদ মাখছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা নেই।

0 Comments