কার্তিক মাসের পূর্ণিমাতে করুন এই কাজগুলি সংসারে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।
কার্তিক মাসকে চরিত্র মাস হিসেবে পরিচিত হয়। এই কাজটি করা হয়। কার্তিক স্বাভাবিক নিয়ম করে প্রদীপ জ্বালানো থেকে গাঙ্গাস্নানে অনেক কিছু করে থাকেন পূণ্যভাতার জন্য। ধর্মে ধর্মে কার্তিক মাসকে চরিত্রকে মনে করা হয়। কার্তিক মহকুমা কাজ করা হচ্ছে। তবে কতগুলো বিশেষ কাজ করে নিজেদের মধ্যে কখনও মানে না বলে মনে করা হয়।
এবছর ১৯ নভেম্বর পড়েছে কার্তিক পূর্ণিমা। সেদিন আবার চন্দ্রগ্রহণ রয়েছে। কাজেই এইদুয়ের সহাবস্থানে কয়েকটি কাজ করলে সংসারে কোনওদিন অর্থের অভাব না।
[ আরও পড়ুন ঃ
14ই নভেম্বর রবিবার, এই তিন রাশির ভাগ্যে রয়েছে বিরাট সাফল্য! ]
গঙ্গাস্নান
কার্তিক পূর্ণিমার দিন গাঙ্গাস্নানকে পূন্যের বনে মনে করা হয়। বলা হয়ে থাকে কার্তিক পূর্ণিমার দিন কাক ভোরে ভোরে গাঙ্গা বা ইউমুনা নদীতে স্নান করে সূর্যোদয়ের সময় উপাসনা করতে আমার দিনটির অর্থ দাঁড়াবে না বলে মনে করা হবে। সেকারণে কার্তিক পূর্ণিমার দিন গাঙ্গাস্নানে যান। আবার কার্টিক মাস স্থায়ী গঙ্গাস্নানের রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়।
ঘরের সদর দরজায় তোরণ লাগান
কার্তিক পূর্ণিমার দিন ঘরের সদর দরজায় তোরণ লাগান। তাহলে সংসারে লক্ষ্মীর বাস হয়। ঘরের সদর দরজার দুই পাশে প্রদীপ জ্বালান এবং রঙ্গোলি তৈরি করুন। এতে লক্ষ্মী তুষ্ট হয় এবং ঘরের লক্ষ্মীর বাস হয়। যার কারণে কোনওদিন সংসারে অনটন আসে না। এবং অর্থের আগমন হয়।
[ আরও পড়ুন ঃ
কোন কোন রাশির জাতকদের উপর পড়বে শনির প্রভাব? 14/11/21 ]
দীপদান
কার্তিক পূর্ণিমার দিন নদীতে প্রদীপ ভাসান। তাহলে লক্ষ্মীর আগমন হয় ঘরে। সংসার অনটন মুক্ত হয়। গঙ্গা অথবা বাড়ির কাছের যেকোনও নদীতে কার্তিক পূর্ণিমার দিল প্রদীপ দান করুন তাহলে সংসারে অনটন আসেনা। সংসারে শান্তি বজায় থাকে। তাই কার্তিক পূর্ণিমার দিন মনে করে প্রদীপ জ্বালান নদীতে।
মা লক্ষ্মীকে ভোগ দিন
কার্তিপ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন। রাতে পূর্ণিমার চাঁদ ওঠার পর মা লক্ষ্মীকে পায়েস ভোগদিন। যদি সম্ভব হয় তাহলে চিনি এবং গঙ্গাজল মিশিয়ে পায়েস নিবেদন করুন গঙ্গাজলে। এই কাজটি করলে সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী সেই সংসারে অবস্থান করেন এবং তাঁর আশির্বাদ দেন। যার জেরে সংসারে সূসময় লক্ষ্মীর বাস হয়।
দুধ নিবেদন
পিপল গাছে দুধ নিবেদন করুন। এটা বলা হয়ে থাকে পিপল গাছে লক্ষ্মীর বাস। তাই কার্তিক পূর্ণিমার দিন পিপল গাছে দুধ এবং জল নিবেদন করুন। অল্প কিছুদিনের মধ্যেই সংসারে অর্থের আগমন হতে শুরু করবে। সংসারে কোনও অনটন থাকবে না।
0 Comments