বিয়ে করতে গেলে বরকে মার খেতে হয় কোথাও আবার কনেকে থুতু খেতে হয়! কোন দেশে বিয়ের Amazing কেমন?জেনে নিন।
বিয়ে মানে হাজার নিয়ম, হাজার নিয়ম। কোথাও আগুনের সাক্ষী হয়ে সাত পালা করে বিয়ে হয়, আবার কোথাও আংটি বদল করে বিয়ে হয়। আমরা সবাই বিবাহের এই দুটি পদ্ধতি সম্পর্কে অবগত। কিন্তু, আপনি কি জানেন এমন অনেক বিয়ে আছে যেখানে বরকে মারধর করা হয় এবং কনেকে থুথু দেওয়া হয়।কোথাও বা কেউ বিবাহিত কী না তা জানা যায় স্কার্ফ দেখে। আজ এমনই কয়টি বিয়ের (Marriage) হদিশ রইল। দেখে নিন কোন দেশে বিয়ের কী নিয়ম।
কেনিয়া
বাবা থুথু দিলেই মেয়ে শ্বশুরবাড়ি যেতে পারে। এটি কেনিয়ায় প্রচলিত বিবাহের রীতি। কেনিয়ার মাসাই সম্প্রদায়ের এই বিয়ের নিয়ম সবার নজর কাড়ে। বিয়ের পর সে তার স্তনে ও মাথায় থুথু দেয়। amazing! তাই না
দক্ষিণ কোরিয়া
এই দেশে কনে বিদায়ের আগে বরকে ধরে মারা হয়। দক্ষিণ কোরিয়ার বিয়েতে এমনই অদ্ভুত নিয়ম প্রচলিত সে দেশে।কনে চলে যাওয়ার আগে বরকে শুঁটকি ও পচা মাছ দিয়ে মারা হয়।
চিন
বিয়ের পর বাড়ি ছাড়তে হয় বলে সবাই কাঁদে। কিন্তু, আপনি জানেন, আপনি যদি 10 দিন কাঁদেন তবেই আপনি বিয়ে করতে পারবেন। সেখানে বিয়ের দশদিন আগে কনেকে কাঁদতে হয় ২৪ ঘণ্টা। এই কান্নায় শামিল হতে হয় মেয়ে ও তার পরিবারকে। সে দেশে কান্নাকাটি বিয়ের নিয়মের মধ্যে পড়ে। amazing! তাই না
স্কটল্যান্ড
বাঙালি বিয়েতে, বিয়ের দিন সকালে বর ও কনের গায়ে হলুদ মাখানোর রেওয়াজ রয়েছে। হলুদ আমাদের সংস্কৃতিতে শুভ। কিন্তু জানেন কি স্কটল্যান্ডে বিয়ের আগে বর-কনেকে কাদায় ঢেকে দেওয়া হয়। আলকাতরা, ছাই, ময়দা গুলে তাদের মাখানো হয়ে থাকে।
জার্মান
জার্মানিতে শাস্তি ছাড়া বিয়ে হয় না। সেখানে বিয়ে করতে হলে আগে আবর্জনা পরিষ্কার করতে হবে। একটি ভাঙা চীনামাটির বাসন দিয়ে আবর্জনা পরিষ্কার করার পরে, জার্মানরা বিয়ের পিঁড়িতে বসতে পারে। এমন আজব নিয়ম সে দেশে প্রচলিত।
ফ্রান্স
এঁঠো খেলে প্রেম বাড়ে। কিন্তু, বিয়ে করলে এঁটো খেতে হবে এমনটা শুনিনি। ফ্রান্সে বিয়ের পর বর-কনেকে এঁটো খেতে হয় অতিথিদের। অতিথিরা (Guest) তাঁদের এঁঠো পানিয় একটি পাত্রে ঢালেন। তা বিয়ের পর খেতে হয় নব দম্পতিকে। amazing! তাই না
ইন্দোনেশিয়া
সারাদিন বাথরুমে না যাওয়া কঠিন। কিন্তু আপনি কি জানেন যে ইন্দোনেশিয়ানরা তিনদিন বাথরুমে যায় না? সে দেশে বিয়ের পর তিনদিন এক ঘরে থাকার রেওয়াজ।
কাজাখস্তান
বিয়ের পর কাজাখস্তানি মেয়েদের বিশেষ স্কার্ফ পরতে হয়, সিঁদুর নয়। অপহরণ ছাড়া বিয়ে নেই। কোনো মেয়ে পছন্দ হলে তাকে অপহরণ করতে হয়। তিনদিন রাখতে হবে। এরপর মেয়েটিকে বিবাহিত ঘোষণা করা হয়।
সুইডেন
বিয়ের পর বর নয়, অন্য ছেলেরাই কনেকে চুমু খায়। সুইডেনে এমন রীতি প্রচলিত। বিয়ের পর বরকে বাড়ি ছাড়তে হয়। তারপর অতিথিরা কনেকে চুম্বন করেন।

0 Comments