টাকা দিলেই মিলবে কাজ! রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা
পৃথিবী প্রচারণার ভরপুর বলে মনে হচ্ছে। পুরো সমাজে অনেক মানুষ আছে যারা মানুষকে ঠকায়। এবার রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
মালদা ডিআরএম অফিস থেকে ওই দুই যুবককে গ্রেফতার করেছে আরপিএফ। পরে ইংরেজবাজার থানার পুলিশ তাদের আটক করে
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Big news: নতুন বছরের জানুয়ারিতে প্রথম শ্রেণী থেকে স্কুল! যা বলছে শিক্ষা বিভাগ ]
দুই অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্যান্ডেলের বাসিন্দা কামেশ্বর সিং প্রথমে রেলের গ্রুপ-সি-তে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 12 লক্ষ টাকা দাবি করেছিলেন। পরে তা কমিয়ে ৭ লাখ করা হয়। দাবি অনুযায়ী ১ লাখ ১৬ হাজার টাকা দেওয়া হয় প্রতারককে। কিন্তু নিয়োগপত্র পেতে পরিবারকে কয়েকবার হয়রানির শিকার হতে হয় এবং তারপরই মনে সন্দেহের বীজ বপন করা হয়।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
KMC Election 2021: এবার কি বাংলায় ব্যস্ত ভোটের বাজার? ]
টাকা পাওয়ার পর চাচোলের বাসিন্দা জ্যোতির্ময় পাণ্ডেকে ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হয়। গতকাল নিয়োগের পর তাকে আরও পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ছিল।
তবে পুরো বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে জ্যোতির্ময় পাণ্ডে ও তাঁর মা রুম পাণ্ডের। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মালদা ডিএম অফিসে চাকরি করতে আসা দুই যুবককে গ্রেপ্তার করে তারা।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
KMC Election 2021: 134 নম্বরে 'খালি মাঠে' কেউ নেই ]
খবর দেওয়া হয় আরপিএফকে। আরপিএফ দুই যুবককে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল সত্য। যুবক ও তার মা প্রতারণার ফাঁদে পড়েছে বুঝতে পেরে তাদের ইংরেজবাজার থানায় পাঠানো হয়।
ওই যুবকের মা সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে আজাদ কুমার ও মোহাম্মদ ঈসা খান নামে দুই যুবককে আটক করে ইংরেজবাজার থানা পুলিশ। নিহতদের বাড়ি বিহারের পাটনা জেলায়।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Jagdeep Dhankhar: প্রশ্ন করলাম, উত্তর! না হলে হাওড়ার বিল রাষ্ট্রপতির কাছে পাঠাব: রাজ্যপাল ]
ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা পুলিশ। কিন্তু তারপরও অধরা মূল আসামি মো. তাকে খোঁজার পাশাপাশি এই কেলেঙ্কারির সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
0 Comments