ঝুলেই রইল হাওড়ার ভোট
রাজ্যপাল জগদীপ ধনখর এখনও হাওড়া বিলে স্বাক্ষর করেননি। ফলে হাওড়া পুরসভার ভবিষ্যৎ ভারসাম্যের মধ্যে ঝুলে গেল। রাজ্য বৃহস্পতিবার হাওড়া বিল নিয়ে কলকাতা হাইকোর্টে ভুল স্বীকার করেছে। অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আগে আদালতকে বলেছিলেন যে রাজ্যপাল হাওড়া বিলে স্বাক্ষর করেছেন। সে কথা ভেবে আদালতকে বললাম, সমস্যার সমাধান হয়েছে। গভর্নরও হয়তো সই করেছেন। "
নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশেনে হাওড়া-বালি পুরসভার বিভাজন প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায়। পরে হাওড়াকে পৃথক পুরসভা করতে সংশোধনী বিল পাশ করে রাজ্য সরকার। বিলটি রাজ্যপালের সইয়ের জন্য পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজ্যপাল অভিযোগ করেছিলেন, তিনি বার বার চাওয়া সত্ত্বেও বিলটি সবিস্তার তাঁকে জানানো হয়নি। ফলে তাঁর পক্ষে সই করা সম্ভব হচ্ছে না।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
এরপর বিল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। প্রাক-ভোট মামলার শুনানির সময় অনিশ্চয়তার প্রসঙ্গ ওঠে হাওড়া ও বালি পুরসভায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তখন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের একটি বেঞ্চকে বলেছিলেন যে রাজ্যপাল বিলে স্বাক্ষর করেছেন। যদিও রাজ্যপাল একটি টুইটে রাজ্যের দাবি খারিজ করে পাল্টা জবাব দিয়েছেন, তিনি বিলে স্বাক্ষর করেননি।
রাজ্যপাল বিলে স্বাক্ষর না করায় হাওড়া পুরসভার ভোট ঘোষণা করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। যদিও নবান্ন আশা করেছিল, রাজ্যপাল বিলটি মওকুফ করতে পারেন। কিন্তু তিনি এখনো বিলে স্বাক্ষর করেননি। ফলে হাওড়া পুরসভার ভোট বাকি রইল।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
0 Comments