Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

KMC: কেন্দ্রীয় বাহিনী নয় কলকাতা পুরভোট হবে রাজ‍্য পুলিশ দিয়ে! জানালেন পুলিশ কমিশনার।

 

রাজ‍্য পুলিশ দিয়ে হবে কলকাতার পুরভোট! জেনে নিন, kmc vote, west bengal vote, role of kolkata police in kmc vote, police comissionar soumen mitra,
khabor24ghonta

রাজ‍্য পুলিশ দিয়ে হবে কলকাতার পুরভোট! জেনে নিন।


কলকাতার প্রি-পোল হবে রাজ্য পুলিশের সঙ্গে। প্রশাসনের এই সিদ্ধান্ত এর আগে দ্য ওয়াল লিখেছিল। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রও বলেছিলেন যে রাজ্য বাহিনীর সহায়তায় প্রাক-নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশও কলকাতা পুলিশের সঙ্গে থাকবে।


একই দিন নজরুল মঞ্চে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনে অংশ নেন পুলিশ কমিশনার। তিনি বলেন, রাজ্য পুলিশও নির্দিষ্ট বুথে কলকাতা পুলিশের সঙ্গে থাকবে। তিনি আরও বলেন, নিরাপত্তা ও বাহিনী মোতায়েনের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

PM Modi: নিজেদের পাল্টান নাহলে আপনাদের পাল্টে দেওয়া হবে! এই বলেই বিজেপি সাংসদদের এক হাত নিলেন মোদিজী। ]

কমিশনের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হবে। কলকাতা পুলিশ শহরের মানুষকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার আরও বলেন, নির্বাচনের আগে এত বড় শহরে অনেক ঘটনা ঘটেছে। তবে আমরা কড়া নজর রাখছি।

 আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয় সেজন্য সব কর্মকর্তাকে সক্রিয় থাকতে বলা হয়েছে। ভোটের নিরাপত্তার জন্য শহরজুড়ে চলছে বাড়তি নজরদারি ও টহল। প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখর ভোটে কেন্দ্রীয় শক্তি চেয়েছিলেন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Bengal BJP: ভোটের আগেই আপনারা হেরে বসে আছেন! এই বলেই বঙ্গ বিজেপি নেতাদের ধমক দিলেন অমিত মাল‍ব‍্য। ]

 বিজেপিরও একই দাবি। রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে তাঁর ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সরকারি সূত্রের খবর, কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরুদ্ধে। জানা গিয়েছে, কলকাতা পুরসভা নির্বাচনে মোট 32,000 পুলিশ মোতায়েন করা হবে।

 26,000 কলকাতা পুলিশ এবং 5,000 রাজ্য পুলিশ থাকবে। রাজ্য নির্বাচন কমিশনের মতে, কলকাতা পুরসভা নির্বাচনে এটাই ছিল শেষ শক্তি। এবার তা কিছুটা বাড়তে পারে। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Municipality Vote: রাজ‍্যের বাকি 113টি পৌরসভার ভোট হবে মে মাসের মধ‍্যেই! জানাল নির্বাচন কমিশন। ]

জানা গেছে, প্রতিটি বুথে একজন এসআই ও একজন এএসআই এবং দুজন আর্মড পুলিশ কনস্টেবল থাকবেন। তবে আগামী কয়েক দিনের মধ্যে এই সেনা সংখ্যা চূড়ান্ত হবে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Kmc: ভোটের আগেই হার স্বীকার করলো বিজেপি! দুটি ওর্য়াডে মনোনয়ন প্রত‍্যাহার করলো দুই বিজেপি প্রার্থী। ]

Post a Comment

0 Comments