Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Maldah: মালদহে বন্দুক হাতে তৃণমূল নেত্রীর! অফিসে বসেই সেলফি তোলেন তিনি, রইল ছবি

মালদহে বন্দুক হাতে তৃণমূল নেত্রীর সেলফি, viral maldaha tmc leader, selfi with rifel tmc leader in maldaha, khabor24ghonta, maldaha tmc, tmc,
Maldaha Politics, TMC


 মালদহে বন্দুক হাতে তৃণমূল নেত্রীর সেলফি


অফিসে সেলফি তোলা নতুন কিছু নয়। কিন্তু মালদহের তৃণমূল নেতার হাতে বন্দুক! হাতে বন্দুক নিয়ে সেলফি তুলছেন ক্ষমতাসীন দলের নেত্রী! ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ছবি। জানা গিয়েছে, ওই মহিলার নাম মৃণালিনী মণ্ডল মাইতি। 


তিনি পুরানো মালদহ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মালদহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি।অফিসে চেয়ারে বন্দুক নিয়ে সেলফি তোলেন তিনি। দলটির প্রথম সারির নেতার আচরণে নিঃসন্দেহে অস্বস্তিতে শাসক দল।

মালদহে বন্দুক হাতে তৃণমূল নেত্রীর সেলফি, viral maldaha tmc leader, selfi with rifel tmc leader in maldaha, khabor24ghonta, maldaha tmc, tmc,
Maldaha Arms Selfi Tmc Leader


[ আরও পড়ুন ঃ khabor24ghonta

KMC Election: বঙ্গ বিজেপি প্রাক-নির্বাচন ইশতেহারে ঢেলে দেওয়ার প্রতিশ্রুতি, জেনে নিন আকর্ষণীয় খবর ]

 এরই পরিপ্রেক্ষিতে শাসক দলকে লক্ষ্য করে গুলি চালানো বন্ধ করেনি বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। অফিসে পিস্তল আছে, খুঁজলে হয়তো বোমা পাওয়া যাবে। পুলিশ নীরব থাকবে কারণ অন্যথায় তারা তাদের চাকরি হারাবে। 


এছাড়া রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত করবে। মৃণালিনী মণ্ডল মাইতি অবশ্য এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। বিডিও অফিসে এক সরকারি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে। এবার মৃণালিনী বন্দুক হাতে সেলফি তুলে নতুন বিতর্কের ডাক দিলেন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

'Birbhum: ক্লাস হয়নি, তাই পরীক্ষার তারিখ দেরি হবে', রাস্তায় বিক্ষোভরত শিক্ষার্থীরা ]

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Teache: মুখ্যমন্ত্রীর নজরে খুশি মতো লোক ঢোকানো হচ্ছে শিক্ষাক্ষেত্রে, অনেক কিছু হচ্ছে! ]

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

KMC Election 2021:কলকাতা নির্বাচনের প্রচারের জন্য রাজ্য নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা জারি করেছে ]

Post a Comment

0 Comments