Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Mole Theory: তিল দিয়ে যায় চেনা, জানুন নারী শরীরের কোথায় কোথায় কালো বিন্দু ভাল

 

Mole Theory: তিল দিয়ে যায় চেনা, জানুন নারী শরীরের কোথায় কোথায় কালো বিন্দু ভাল
Mile_Theory

 

নারী শরীরের কোথায় কোথায় তিল থাকলে ভাল জেনে নিন


সমস্ত মানবদেহে তিল থাকে। কিছু জন্মের পরে দেখা যায়। কিন্তু তিল বলে দেয় মানুষের ভবিষ্যৎ। এমনটাই বিশ্বাস জ্যোতিষীদের। কথিত আছে তিল শরীরের এক জায়গায় এক ধরনের বার্তা বহন করে। তিলের এই ধারণা আদৌ সঠিক কি না তা নিয়ে বিতর্ক হতেই পারে। তা সত্ত্বেও যাঁরা বিশ্বাস করেন, তাঁদের জন্যও রইল তিল নিয়ে কিছু কথা। তবে মাথায় রাখতে হবে একই জায়গায় তিল থাকলেও পুরুষ ও মহিলা হিসেবে আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে।


১) যে সব জাতিকার মাথায় তিল থাকে, তাঁরা মেধাবী ও উদার প্রকৃতির হন।


২) গালে তিল থাকলে তিনি দরিদ্র হন।


৩) যাঁদের কপালের বাম দিকে তিল থাকে তাঁরা নানারূপ কুমতলব আঁটেন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

এই ৪ রাশির বাচ্চারা পড়াশোনায় তুখোড় , থাকে সরকারি চাকরির সম্ভাবনা ]

৪) যাঁদের কপালের ডান দিকে তিল থাকে তাঁরা সৌভাগ্যবান হয়ে থাকেন।


৫) উপরের ঠোঁটে তিল থাকলে জাতিকা হন কর্তব্যপরায়ন।


৬) নীচের ঠোঁটে তিল থাকলে তিনি হন ভোগী ও বিলাসী।


৭) নাকের মাঝখানে তিল থাকলে জাতিকা হন শান্ত ও ধীর প্রকৃতির।


৮) নাকের বাম দিকে তিল থাকলে হন হতভাগ্য।


৯) নাকের ডান দিকে তিল থাকলে জাতিকা সৌভাগ্যবতী হয়ে থাকেন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Today Horoscope: আজ শনিবার 24শে ডিসেম্বর বৃষ রাশির জাতক-জাতিকাদের স্বপ্নপূরণের দিন আজ! কী আছে আপনার ভাগ‍্যে? ]

১০) ডান ভ্রুতে তিল থাকলে তিনি হন চিন্তাশীল।


১১) বাম ভ্রুতে তিল থাকলে তাঁরা সব সময় কু চিন্তায় লিপ্ত থাকেন।


১২) যাঁদের গলায় তিল থাকে তাঁরা হন জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী।


১৩) যাঁদের চিবুকে তিল থাকে তাঁরা দৃঢ়চেতা ও স্থিরমতি সম্পন্ন হন।


১৪) গলার নীচের দু’পাশে তিল থাকলে তিনি জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকেন।


১৫) চোখের মধ্যে তিল থাকলে তিনি দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকেন।


১৬) ঠোঁটের নীচে তিল থাকলে তিনি হন প্রেমিক।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Bastu Tips: আয়ের থেকে ব্যয় আজকাল বেশি হচ্ছে, এই কয়টি বাস্তু ভুলে এমন হতে পারে ]


Post a Comment

0 Comments