কীভাবে আবেদন করলে আপনি কেন্দ্রীয় সরকারের এই স্কীমের আওতায় পড়বেন? জেনে নিন আবেদন পদ্ধতি।
শ্রমিকদের পর, এই সময় কেন্দ্রীয় সরকার সিনিয়র নাগরিকদের সুবিধাগুলি মনে রেখে একটি প্রকল্প তৈরি করে। মূলত 2017 সালে প্রবর্তিত, বয়স্কদের জন্য একটি প্রকল্প। সম্প্রতি, কিছু নতুন বৈশিষ্ট্য প্রকল্পে যোগ করা হয়েছে। এই ঝুঁকি মুক্ত এবং উচ্চ-রিটার্ন স্কিম দ্বারা পরিচালিত সামাজিক নিরাপত্তা প্রকল্পের অংশ।
এই স্কিমের সুবিধা -
কেন্দ্র সরকারের এই পলিসি টিতে দেওয়া হয়েছে দুর্দান্ত কিছু সুযোগ সুবিধা। সেগুলি হলো -
●এই স্কীমে সুদ পাবেন ৭.৪ শতাংশ করে প্রতি বছর।
●আপনার বিনিয়োগ করা অর্থের ওপর নির্ভর করবে আপনার রিটার্ণের পরিমান।
●এই স্কীমে সর্বোচ্চ বিনিয়োগের পরিমান রাখা হয়েছে ১৫ লক্ষ।
●এই স্কীমে নূন্যতম ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি।
●এক্ষেত্রে স্বামী,স্ত্রী একত্রে বিনিয়োগ করতে চাইলে সর্বোচ্চ বিনিয়োগের পরিমান হবে ৩০ লক্ষ।
●এক্ষেত্রে ১.৫ লাখের বিনিয়োগে আপনি মাসিক পেনশন পাবেন ১০০০ টাকা।
●অপরদিকে ১৫ লাখের বিনিয়োগে আপনি মাসিক পেনশন পাবেন ৯২৫০ টাকা।
●এক্ষেত্রে এক মাস, তিন, ছয় বা বারো মাস অন্তর তুলতে পারবেন কিস্তির টাকা।
●এছাড়াও এই স্কিমের সবথেকে বড়ো সুবিধা হলো আপনার এই স্কিম ভালো নালাগলে ১৫ দিনের মধ্যে তা বন্ধ করে দিতে পারেন। এমনকি পুরো অর্থ ফেরত ছাড়ায়।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
রেশন নিয়ে বড়ো ঘোষণা মোদির! নতুন বছরেও ফ্রীতে মিলবে রেশন ]
আবেদন পদ্ধতি - আপনিও যদি এই দুর্দান্ত স্কীমটির অন্তর্ভুক্ত হতে চান সেক্ষেত্রে আপনার জন্য অনলাইন এবং অফলাইন দুই ব্যবস্থায় রয়েছে। এক্ষেত্রে আপনার নিকটবর্তী যেকোন এলআইসি অফিসে গিয়েই সংশ্লিষ্ট স্কিমের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও অনলাইনে রেজিস্ট্রেশন এবং আবেদন এর জন্য আপনাকে যেতে হবে LIC এর অফিসিয়াল ওয়েবসাইট এ।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
মাসে ৫৫ টাকা দিলে মাসিক ৩ হাজার টাকা পেনশন, বাম্পার প্রকল্প কেন্দ্রের ]
সমস্যার সমাধান - আপনি যদি এই যোজনার অন্তর্ভুক্ত হতে চান অথচ এখনো এই প্রকল্প নিয়ে আপনার মাথায় নানা বিধ চিন্তা চলতে থাকলে আপনি নিন্মলিখত নাম্বার গুলিতে আপনার এই স্কিম সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান পেতে 022- 67819281 অথবা 022- 67819290 এই নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও অভিযোগ জানানোর জন্য 81800227717 টোল ফ্রি নাম্বারটি তো আছেই।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
LPG Subsidy: ভাল খবর! এলপিজি ভর্তুকির টাকা সরাসরি অ্যাকাউন্টে যাচ্ছে; ঘরে বসেই দেখে নিন ]
0 Comments