Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Money Problem: অর্থকষ্ট চলছে? প্রতি বৃহস্পতিবার এ ভাবে করুন তুলসী পুজো

 


প্রতি বৃহস্পতিবার এ ভাবে করুন তুলসী পুজো

লক্ষ্মীর অপর নাম তুলসী। বাংলার প্রতিটি ঘরে ঘরে তুলসী গাছ দেখা যায়। কুড়ি বছর আগে প্রতিটি বাড়িতে তুলসী তলা ছিল। দিদিমাদের হাত ধরে সন্ধ্যাবেলা তুলসী বেদিতে আসতেন।


তুলসী ভারতীয় সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ জ্বালানো প্রায় সব বাড়িতেই নিত্যদিনের রুটিন।


তুলসী বহুবার। সর্দি-কাশি কমানোর পাশাপাশি তুলসী জীবাণু মেরে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঘরে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে ইতিবাচক শক্তি আনে। এই কারণেই প্রাচীনকাল থেকেই তুলসীকে বিশেষভাবে লালন ও সমাদৃত করা হয়েছে হিন্দু বাড়িতে এবং হিন্দু পুরাণে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Today Horoscope: রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিনটা? জেনে নিন। ]

মনে করা হয় যে তুলসী গাছে দেবী লক্ষ্মী স্বয়ং বাস করেন। প্রাচীনকাল থেকেই তুলসী গাছকে বিষ্ণুপ্রিয়া রূপে পূজা করা হয়ে আসছে। তবে মনে রাখবেন, শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর পূজায় তুলসীপাতা ব্যবহার করা উচিত নয়। শালগ্রাম শিলার অর্থাৎ নারায়ণের সাথে তুলসীর বিয়ে হয়েছিল। শ্রীলক্ষ্মীও বিষ্ণুর স্ত্রী। তাই পূজায় তুলসীপাতা ব্যবহার করলে দেবী রেগে যান।


বলা হয় লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার তুলসী গাছ পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়। এদিন স্নান সেরে তুলসী গাছের গোড়ায় দুধ ঢালুন। সন্ধেয় একটা ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে জ্বেলে রাখুন। এর ফলে লক্ষ্মী প্রীত হন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

তিল তত্ত (Mole) শরীরের এইসব স্থানে তিল থাকলে বদলে যায় ভাগ্য ]

মনে রাখবেন, শাস্ত্র অনুসারে প্রতি রবিবার, একাদশীতে এবং সূর্য ও চন্দ্র গ্রহণ থাকলে সেই সব দিনে তুলসী গাছে জল দিতে নেই।   

সূর্যাস্তের পর কখনোও তুলসী গাছের পাতা ছিঁড়বেন না। না হলে লক্ষ্মীদেবী রুষ্ট হন ও সেই বাড়ি ত্যাগ করেন বলে প্রচলিত বিশ্বাস।  


কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখতে নেই। এটা অত্যন্ত অশুভ। তাই নিয়মিত তুলসী গাছের গোড়ায় জল দেবেন। তবু যদি কোনও ভাবে গাছটি শুকিয়ে যায় তবে সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে সেই স্থানে অন্য তুলসী গাছের চারা বসান। তুলসী গাছের শুকিয়ে যাওয়া আর্থিক দৈন্যের ইঙ্গিত দেয়।  

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Today Horoscope: রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিনটা? জেনে নিন বিস্তারিত ]

ঘরের উত্তর ও উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ বসান। দিনে ছয় থেকে আট ঘণ্টা রোদের প্রয়োজন তুলসী গাছের। তাই এমন জায়গায় তুলসী গাছ রাখুন, যাতে সেটি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়।


দেবী তুলসীকে সর্বদা প্রসন্ন করার জন্য প্রতি দিন স্নানের পর সিক্ত বস্ত্রে একটি ঘটিতে গঙ্গাজল অথবা পরিষ্কার জল নিয়ে  ‘নমঃ তুলসী কল্যাণী নমো বিষ্ণুপ্রিয়ে শুভে। নমো মোক্ষপ্রদে দেবী নমঃ সম্পৎপ্রদায়িকে’ মন্ত্র পাঠ করুন। এতে  মাতা তুলসী সর্বদা প্রসন্না থাকবেন এবং তাঁর আশীর্বাদে ধনসম্পদ এবং মোক্ষ লাভ হয়।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Astro: বাড়ির বাগানে ভুলেও এই ৫ গাছ লাগাবেন না, তীব্র অর্থকষ্ট আসে! ]

Post a Comment

0 Comments