Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Funny Video: আজব কান্ড - সেলুনে বসে দাড়ি ট্রিম করছে এক বাঁদর! মূহুর্তে ভাইরাল ভিডিও।

সেলুনে বসে দাড়ি ট্রিম করছে এক বাঁদর! রইলো ভিডিও, funny video, twiter funny video, viral video, khabor24ghonta, nadorer sekune dari katar video,
khabor24ghonta


 সেলুনে বসে দাড়ি ট্রিম করছে এক বাঁদর! রইলো ভিডিও।


সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল কতো রঙ্গই যে আমাদের সামনে আসে তা আর বলার শেষ থাকে না। প্রাণীদের মজার ভিডিও বেশিরভাগ মানুষের জন্য সবচেয়ে মজার জিনিস। এই সমস্ত ভিডিওগুলি দ্রুত লক্ষ লক্ষ মানুষের নজর কেড়েছে এবং এক মিলিয়নেরও বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়েছে৷

এইমাত্র যে ভিডিওটি এসেছে তা সত্যিই অবিশ্বাস্য। এমন অনেক পুরুষ আছে যারা দাড়ি কাটে এবং তাদের সুন্দর দেখায়। এ পর্যন্ত আমরা তা জেনেছি। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিওতে কী দেখা যাচ্ছে! আরেকটা বানর দাড়ি কাটছে। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Japani Tel: জাপানি তেল' কী দিয়ে তৈরি? জানেন কি? না জানলে দেখে নিন ]

এমন ঘটনার কথা আগে কেউ শোনেনি। পরিপাটি করে সাজানো সেলুনে একটি পরিপাটি বানর তার দাড়ি কাটছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কমেন্ট বক্সে মন্তব্যের ভিড়। 

টুইটারে এই মজার ভিডিও শেয়ার করেছেন আইপিএস অফিসার রুপিন শর্মা। তিনি একটি আকর্ষণীয় ক্যাপশন সহ এই ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে বানরের এই অদ্ভুত কীর্তি। প্রথমে দেখা গেল বানরটি আয়নায় লোকটির ভঙ্গিতে বসে আছে যেখানে তাকে বেশ গম্ভীর ভঙ্গিতে দেখা যাচ্ছে। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

আজব কান্ড- "আগুন সমেত ফুচকা" একটার পর একটা মুখে পুরে নিচ্ছে তরুণী! নিমেষে ভাইরাল ভিডিও। ]

এরপর সঠিক পদ্ধতির সাহায্যে প্রথমে সেলুনের কর্মী চাদর দিয়ে শরীর ঢেকে বানরের লম্বা মুখের চুল ইলেকট্রিক ট্রিমারের সাহায্যে আঁচড়ে দেয়। 45 সেকেন্ডের এই ভিডিওটিতে যখন এইসব কাজকর্ম চলছে বাঁদরকে ঘিরে রয়েছে তখন প্রচুর কৌতুহলী মানুষ।

এমনকি বানররাও যে সুদর্শন হতে চায় তা এই ভিডিওটি দেখলেই অনুভব করা যায়। বাঁদর হয়েছে তো  কি হয়েছে? সে যাইহোক এই ভিডিও দেখে

ভিডিও দেখুন ঃ 


[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Asteroid: ডিসেম্বরে পৃথিবী অতিক্রম করবে এই পাঁচটি গ্রহাণু, ভয়ের কোনো কারণ আছে কি? বিজ্ঞানীরা জানাচ্ছেন ]

অনেক দর্শক হেসে লুটোপুটি খেয়েছে। আর সেই সঙ্গে রয়েছে নানা মজার মন্তব্য। বর্তমানে পশু-পাখির অনেক ভিডিও থাকলেও সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই সাথে এই ভিডিওগুলো দর্শকদের বেশ আনন্দ দিচ্ছে। পশু-পাখির এমন সব নিরীহ আচরণের মজার ভিডিও আমরা সবাই বেশ উপভোগ করি।

Post a Comment

0 Comments