প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! এক তৃণমূল নেতা গ্রেফতার
সিবিআই জানিয়েছে, বর্ধমান সানমার্গ নামে একটি চিটফান্ড সংস্থাকে বেআইনিভাবে বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতা। এর পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
ওই নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে সিবিআই বিষয়টি জানতে পারলেও এই টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ঘাসফুল নেতা। সেই কারণেই তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Fraud Case: টাকা দিলেই মিলবে! রেলে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা ]
এছাড়া দোকানের লাইসেন্স নেওয়ার নামে ও দোকান ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে তৃণমূল নেতা।
নেতার স্ত্রী জানান, বিষয়টি নিয়ে তারা শুরু থেকেই কিছুই জানেন না। তিনি গোয়েন্দাদের জানান, প্রথমবারের মতো কোম্পানিটি একটি বাড়ি ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Big news: নতুন বছরের জানুয়ারিতে প্রথম শ্রেণী থেকে স্কুল! যা বলছে শিক্ষা বিভাগ ]
কিন্তু পরে তারা আরেকটি ব্যবসা শুরু করে এবং ওই কোম্পানির সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এখন সে জানে তার স্বামী ওই কোম্পানিকে সুবিধা দিতে টাকা নিতেন। মহিলাটি অবাক।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
0 Comments